সি আর দত্ত স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোকসভা

প্রকাশ: ২৯ আগস্ট ২০ । ১১:২৪ | আপডেট: ২৯ আগস্ট ২০ । ১১:৪০

নিউইয়র্ক প্রতিনিধি

প্রয়াত চিত্ত রঞ্জন দত্তের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার সদ্য প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্তের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

স্বাধীনতা সংগ্রামের এই বীর সেনানী আত্মার শান্তি কামনায় বুধবার জ্যাকসন হাইটসে এক শোক সভার আয়োজন করে সংগঠনটি। 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা রেজাউল বারি ও মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

সভাপতির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বক্তব্যে বলেন, সি আর দত্ত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর সর্বপ্রথম উচ্চ-পদস্থ বাঙালী অফিসার, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার, স্বাধীন বাংলাদেশের জন্য সীমান্ত রক্ষা প্রহরী গঠনের অন্যতম স্বপ্নদ্রষ্টা তথা তৎকালীন বাংলাদেশ রাইফেলসের ( বর্তমান বিজিবি) প্রথম ডাইরেক্টর জেনারেল, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সি. আর. দত্তের কৃতিত্বপূর্ণ অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

প্রধান অতিথি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ বলেন, স্বাধীনতা যুদ্ধে মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্তের বীরত্বপূর্ণ অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি রেজাউল বারি ও মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, কার্যকরী সদস্য সাহানারা রহমান, হোসেন রানা, সাংবাদিক মুজাহিদ আনসারী, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শাহ সেলিম, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন,যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের সভাপতি-নুরুজজামান সরদার, সৈয়দ কিবরিয়া, ইমাম কাজী কাইয়ুম, বদিউজ জামান দুলাল, সাবেক ছাত্রলীগ নেতা জেড়.এ. জয়, হেলাল মিয়া, লস্কর ফয়জুর রহমান, নান্টু মিয়া।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com