চুরি করতে বহুতল ভবনে, পড়ে গিয়ে গেল প্রাণ

প্রকাশ: ২৯ আগস্ট ২০ । ২০:৩৪

সমকাল প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর শাহজাহানপুর এলাকায় বহুতল ভবন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার ভোরের এ ঘটনায় মারা যাওয়া আনুমানিক ৪০ বছর বয়সী ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে, চুরি করতে গিয়ে তিনি ভবন থেকে পড়ে যান।

শাহজাহানপুর থানা পুলিশ জানায়, উত্তর শাহজাহানপুরের ৩৫৯/৩৫৭ নম্বর ভবনের পাশ দিয়ে ছয়তলা ভবনের চতুর্থ তলায় ওঠেন ওই ব্যক্তি। এরপর জানালা দিয়ে চুরি করার সময় লোকজন তা দেখে ফেলে।

পুলিশ আরও জানায়, এ সময় সবাই চিৎকার শুরু করলে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে নিচে পড়ে যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com