নিউইয়র্কে মুসল্লিদের ওপর মোটরসাইকেল তুলে দিল কৃষ্ণাঙ্গ যুবক

প্রকাশ: ২৯ আগস্ট ২০ । ২০:৫৮ | আপডেট: ২৯ আগস্ট ২০ । ২১:০৫

নিউইয়র্ক প্রতিনিধি

মুসল্লিদের ওপর মোটরসাইকেল তুলে দেওয়ায় কৃষ্ণাঙ্গ যুবক গ্রেপ্তার- সমকাল

বাংলাদেশি অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে জুমার নামাজের আগে মসজিদের বাইরে অবস্থানরত মুসল্লিদের ওপর মোটরসাইকেল তুলে দেওয়ায় এক কৃষ্ণাঙ্গ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে কয়েকজন মুসল্লি সামান্য আহত হয়েছেন।

শুক্রবার নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নর্থ ব্রঙ্কস এলাকার ২০৬ রশোম্ভ এভিনিউতে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারে (জামে মসজিদ) শুক্রবার জুমার নামাজের জন্য সমবেত হতে থাকেন মুসল্লিরা। ভেতরে জায়গা না হওয়ায় কিছু মুসল্লি ফুটপাত ও রাস্তায় অবস্থান নেন। নামাজ শুরুর আগে বাংলাদেশি এক তরুণের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় মোটরসাইকেল আরোহী এক কৃষ্ণাঙ্গ যুবক।

একপর্যায়ে ওই যুবক অকস্মাৎ মুসল্লিদের ওপর মোটরসাইকেল উঠিয়ে দেয়। এতে কয়েকজন মুসল্লি সামান্য আহত হন। এ সময় মুসল্লিরা তাকে ঘেরাও করে। পরে নিউইয়র্ক পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়। ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তবে সে আফ্রিকান বংশোদ্ভূত বলে জানা গেছে।

ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটি নেতা আব্দুস হাসিম হাসনু বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঘটনার সঙ্গে জড়িত যুবকের শাস্তি হওয়া উচিত।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com