জোর করে তো প্রেম করতে পারব না: পায়েল

প্রকাশ: ২৯ আগস্ট ২০ । ২১:২৮

অনলাইন ডেস্ক

ফাইল ছবি

পছন্দ অনুযায়ী কাউকে পাচ্ছেন না বলেই প্রেমটা আর হয়ে উঠছে না ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকারের।

সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার তিনি একথা জানিয়েছেন।

প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কিনা- এ প্রসঙ্গে নায়িকা পায়েল বলেন, একেবারেই প্রেম নেই। যদি কাউকে পছন্দ না হয়, কী করব? জোর করে তো আর প্রেম করতে পারব না!

তিনি বলেন, আমি জানি, আমার চারপাশটা খুব 'বোরিং'। আশেপাশের মানুষগুলোও। প্রেম নেই, পার্টি নেই। কী করব বলুন, ডিক্যাপ্রিওর মতো কাউকে পাচ্ছি না তো।

বছর কয়েক আগে রাজ চক্রবর্তী আর আবির সেনগুপ্তর সঙ্গে 'ব্রেকআপের' পর অনেক দিন হল তার প্রেমের নতুন গল্পও শোনা যায়নি টলিপাড়ায়।

শেষ ছবি ‘মুখোশ’ হিট হয়নি পায়েলের। নতুন ছবি ‘ম্যাজিক-এর কাজ শুরু হয়েছে সম্প্রতি। তবুও পায়েল আজকাল বড্ড চুপচাপ।

পায়েল বলেন, পার্টিতে যোগ দিই না।  কারণ ভাল লাগে না। এত পার্টিতে গেছি, এত কথা বলেছি, আর ইচ্ছে করে না যেতে। বিরক্ত হয়ে গিয়েছি।

অভিনেত্রী বলেন, প্রতি মুহূর্তে দর্শকের টেস্ট বদলাচ্ছে। আমি দশ বছর আগেও যে সব কমার্শিয়াল ছবি করেছি, সেগুলো কিন্তু এখন অ্যাকসেপটেড হবে না।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com