
ঝিনাইদহে নদীতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
প্রকাশ: ৩১ আগস্ট ২০ । ১১:৩৩ | আপডেট: ৩১ আগস্ট ২০ । ১১:৪৪
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রতীকী ছবি
ঝিনাইদহের কালীগঞ্জে নদীতে ডুবে সৌখিন মন্ডল (২৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হেলাই হাসপাতাল ব্রিজ ঘাটে এ ঘটনা ঘটে।
সৌখিন মন্ডল কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের আফজাল মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে সৌখিন গ্রামের চিত্রা নদীর ব্রিজের ওপর বসে ছিলেন। এক পর্যায়ে অসাবধানতাবশতা তিনি নদীতে পড়ে ডুবে যান। এলাকাবাসী ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকত (ওসি) মাহাফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com