গ্যাপ পূরণে মনোযোগ লিটনের

প্রকাশ: ৩১ আগস্ট ২০ । ১৮:৩৯

ক্রীড়া প্রতিবেদক

সোমবার বাংলাদেশ দলের অনুশীলনে লিটন দাস। ছবি: বিসিবি

দেশের অন্য ক্রিকেটারদের তুলনায় একটু দেরিতেই মিরপুরে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। দলের মোটামুটি সবাইকে মিরপুরে পেয়ে ভালো লাগছে তার। জমে আছে অনেক কথা। সেগুলো ভাগাভাগি করতে পারছেন। সঙ্গে দীর্ঘদিন উইকেটে নেমে ব্যাটিং না করায় তৈরি হয়েছিল একটা গ্যাপ। অনুশীলনে ফিরে ওই গ্যাপটা এখন পূরণ করে নিতে চান সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে অসাধারণ ব্যাটিং দেখানো ডানহাতি এই ব্যাটসম্যান।

লিটন দাস তাই সোমবার বলেন, ‘অনেকদিনের একটা গ্যাপ পড়ে যাওয়ায় একটু ব্যাকফুটে আছি। শুধু আমি না, দলের সবাই ব্যাকফুটে আছেন। বোলার, ব্যাটসম্যানসহ দলে যে ১১ জন থাকবেন সবাই পিছিয়ে আছেন। আত্মবিশ্বাস আছে এটা কাটিয়ে উঠতে পারবো। তবে অতি আত্মবিশ্বাসী নই আমি। কারণ আউট হতে তো একটা বলই লাগে।’

মাঠে খেলা না থাকলেও পুরোপুরি বিশ্রামে ছিলেন না বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ঘরের মধ্যে থেকে ফিটনেস ধরে রাখতে যা করা যায়, করেছেন সবই। তবে করোনার কারণে ওই সময়ে ঢাকা কিংবা ঢাকার বাইরে ক্রিকেটারদের মাঠ ব্যবহার করে অনুশীলনের অনুমতি ছিল না। ঘরের বাইরে উইকেটে তাই অনুশীলন করা হয়নি লিটনদের। শ্রীলংকা সফরকে লক্ষ্য ধরে মাঠের অনুশীলন শুরু হয়েছে। লিটন এখন তাই পুরনো ছন্দে ফিরতে চান।

তিনি বলেন, ‘সময়টা কঠিন ছিল। কারণ আমরা নিয়মিত ক্রিকেট খেলছিলাম। সেখানে ব্রেক পড়েছে। বাসার জিনিস আর মাঠের জিনিসের মধ্যে পার্থক্য আছে। তবে খেলায় এখন আবার মনোযোগ দিতে হবে। ওই মনোযোগটা নিয়ে আসার চেষ্টা করছি। ভালো কিছু করার চ্যালেঞ্জটা নিতে পারলে, ভালো কিছু করা সম্ভব।’

বাংলাদেশ আগামী ২৪ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে তিন টেস্টের সিরিজ শুরু করবে। তিন ম্যাচই হবে কলম্বোয়। ওই সিরিজের আগে দেশে অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এছাড়া শ্রীলংকায় গিয়ে প্রায় তিন সপ্তাহের মতো ক্যাম্প করবেন ক্রিকেটাররা। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সিরিজ খেলতে শ্রীলংকা যাবেন এইচপি দলও।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com