
বাংলাদেশকে টিকা দিতে আগ্রহী রাশিয়া: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: ৩১ আগস্ট ২০ । ১৯:৫৫ | আপডেট: ৩১ আগস্ট ২০ । ২০:১০
সমকাল প্রতিবেদক

ফাইল ছবি
অক্সফোর্ডের উদ্ভাবিত করোনা প্রতিরোধী সম্ভাব্য টিকা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। একইসঙ্গে রাশিয়াও জি টু জি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে বাংলাদেশকে টিকা দিতে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদিকদের এসব তথ্য জানান।
অক্সফোর্ডের টিকা পাওয়ার প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন ইতিমধ্যে দেওয়া হয়েছে। অপেফোর্ডের ভ্যাকসিনের বিষয়েও প্রতিশ্রুতি পাওয়া গেছে। ভারতের সেরাম ইনস্টিটিউট অপফোর্ডের ভ্যাকসিন প্রস্তুত করতে পারবে। বাংলাদেশে ওষুধ কোম্পানি বেপিমকো ফার্মাসিউটিক্যালস ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে একটি যুক্তি করেছে। এই দুইটি প্রতিষ্ঠান যৌথভাবে বাংলাদেশে অক্সফোর্ডের ভ্যাকসিন সরবরাহ করবে। সরকারিভাবেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইই) কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গত বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে চলতি বছরের মধ্যেই অক্সফোর্ডের করোনা প্রতিরোধী টিকা পাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনকার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অক্সফোর্ডের টিকাটি উৎপাদন করবে ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। বাংলাদেশও এই টিকা পেতে আগ্রহী। এর জন্য ট্রায়ালে অংশ নিতে চাওয়ার কথা ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই টিকাটি ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে।
চীনের মতো অক্সফোর্ডের টিকারও বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগ হবে কি-না এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ সংক্রান্ত বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। অপফোর্ডের ভ্যাকসিনের বিষয়ে বাংলাদেশের কাছে কি কি জানার আছে তা জানার জন্য আমরা অপেক্ষা করছি।
অক্সফোর্ড ছাড়া অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠান টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, বাংলাদেশে ট্রায়াল করতে চায় এমন আর কোনো দেশের অনুরোধ পাইনি। তবে টিকা সংগ্রহে আমরা রাশিয়ায় চিঠি পাঠিয়ে দিচ্ছি। টিকার বিষয়ে রাশিয়ান রাষ্ট্রদূতও কথা বলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর কাছে চিঠি পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।
রাশিয়া টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রাশিয়া জি টু জি পদ্ধতিতে টিকা সরবরাহ করতে চায়। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ভ্যাকসিন তৈরি করার সুযোগ-সুবিধা থাকলে তারা বাংলাদেশেও তৈরি করার জন্য অনুমোদন দিতে পারে।
অ্যান্টিজেন্ট পরীক্ষা শুরু হচ্ছেঃ সাংবাদিকদের ব্রিফ করার আগে সচিবালয়ে নিজ কার্যালয়ে কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। ওই বৈঠকের বিষয়ে তিনি বলেন, কোরিয়া তাদের অভিজ্ঞতা শেয়ার করতে চায়। তারা সফলতার সাথে করোনাভাইরাস মোকাবেলা করেছে, কিন্তু আবারও সেদেশে বড় আকারে সংক্রমণ দেখা দিয়েছে। কোরিয়া বেশ কয়েকটি পিসিআর মেশিন ও কিট দেবেন বলে রাষ্ট্রদূত চিঠি দিয়ে অবহিত করেছেন।
অ্যান্টিজেন পরীক্ষার জন্য কোরিয়া কিট দেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছুদিন আগে সরকার অ্যান্টিজেন পরীক্ষার অনুমোদন করেছে। সেই অ্যান্টিজেন্ট পরীক্ষার বিষয়ে কোরিয়া আমাদের সহায়তা করবে। তারা সাত লাখ ডলারের কিট দেবে। দ্রুতই সেগুলো আমাদের হাতে আসবে। এর বাইরে সরকারি উদ্যোগেও অ্যান্টিজেন্ট কিট আনার প্রক্রিয়া শুরু হয়েছে। কোরিয়ান কিট পেলেও পরীক্ষা শুরু হয়ে যাবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com