বগুড়ায় প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০ । ১৬:৪৭

বগুড়া ব্যুরো

প্রতীকী ছবি

বগুড়ায় প্রকাশ্যে আব্দুল আলীম (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে কাহালু উপজেলার পানাই গোকর্ণ গ্রামে এই ঘটে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ নওফেল নামে এক যুবককে আটক করেছে।

নিহত আলীম কাহালু উপজেলার দক্ষিণ জামগ্রামের বুলু প্রামাণিকের ছেলে। তিনি পুরাতন মোটর সাইকেল কেনা-বেচা করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাহালু থানার ওসি জিয়া লতিফুল জানান, আব্দুল আলীম তার মোটরসাইকেল নিয়ে উপজেলার দুর্গাপুর বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। তিনি পানাই গোকর্ণ এলাকায় পৌঁছার পর পেছন দিক থেকে অপর একটি মোটরসাইকেলে তিনজন যুবক আলীমের গতিরোধ করে। এরপর তারা ধারালো ছুরি দিয়ে তার বুকে ও মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং কয়েকজনকে ধাওয়া করে নওফেল নামে একজনকে আটক করতে সক্ষম হয়। সে উত্তর দেবখণ্ড গ্রামের আবু সুফিয়ানের ছেলে।

ওসি বলেন, ঘটনাস্থলেই আলীমের মৃত্যু হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে- পূর্ব শত্রুতার জেরে আলীমকে হত্যা করা হয়েছে। আটক নওফেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত মোটিভ জানা যাবে। নিহত আলীমের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com