
কর্মীর ওপর হামলা
টাঙ্গাইল শহর ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০ । ২০:৪৭
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজীলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের থানা পাড়া এলাকার ছয়আনী পুকুর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ জুলাই টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে সন্ত্রাসী হামলার শিকার হন শহর ছাত্রলীগের সদস্য ফাহিম খান দ্বীপ। এ ঘটনায় ফাহিম খানের মা শহর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক শাহিন আরা মিষ্টু বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় তানজীলকে প্রধান আসামি করা হয়।
টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, ফাহিম খানের ওপর হামলার মামলায় তানজীলকে গ্রেপ্তার করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com