
লেবানন থেকে ফিরলেন ৪১২ বাংলাদেশি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০ । ২২:২৯
সমকাল প্রতিবেদক

লেবাননের রাজধানী বৈরুত থেকে শুক্রবার চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১২ বাংলাদেশি। তাদের বহনকারি বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ এ বিষয়টি নিশ্চিত করেছে। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সরকারের সহযোগিতায় আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনা হয় বলে বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, কোভিড-১৯, মহামারির কারণে বিমান চলাচল বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে নিবন্ধিত বাংলাদেশিদের দেশে ফেরার পথ বন্ধ ছিল। পরে বৈরুতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ সরকার আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে। এরই অংশ হিসেবে গতকাল দেশে ফেরেন ৪১২ জন বাংলাদেশি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com