
পাকিস্তানের ওপর ক্ষুব্ধ হয়ে এসসিও'র সভায় ওয়াক আউট ভারতের
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০ । ১৭:৪১ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০ । ১৮:৫৬
অনলাইন ডেস্ক

পাকিস্তানের আচরণে ক্ষুদ্ধ হয়ে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য রাষ্ট্রগুলোর ভার্চুয়াল বৈঠক থেকে ওয়াক আউট করেছে ভারত।
মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সদস্য রাষ্ট্রগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা (এনএসএ)।
বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে উপস্থাপন করা 'কল্পিত মানচিত্রে' দু'দেশের সীমান্তকে সঠিকভাবে চিত্রিত করা হয়নি বলে অভিযোগ করেছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, স্বাগতিক হিসাবে রাশিয়ার অবহেলার কারণেই পাকিস্তান এমন কাজ করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, পাকিস্তানের এমন আচরণ আয়োজকদের পরামর্শকে অবজ্ঞা ও সভার নিয়ম লঙ্ঘনের শামিল। উদ্ভূত পরিস্থিতিতে স্বাগতিকদের সঙ্গে আলোচনা করেই ভারত ওয়াক আউট করে বলে জানান তিনি।
তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড সভার মূল লক্ষ্যকে ব্যাহত করেছে। একইসঙ্গে এটি স্বাগতিকদের জন্যও অবমাননার।
রাশিয়ান ফেডারেশনের জাতীয় সুরক্ষা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ বলেন, ভার্চুয়াল এই সভা আয়োজনের জন্য তিনি ব্যক্তিগতভাবে এসসিওর প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, পাকিস্তান যা করেছে রাশিয়া তা সমর্থন করে না। তাই তারা আশা করছেন, পাকিস্তানের উস্কানিমূলক কর্মকাণ্ড এসসিওতে ভারতের অংশগ্রহণকে প্রভাবিত করবে না। এসসিওর আগামী সভায় সবার অংশগ্রহণের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন পাত্রুশেভ। সূত্র: জি-ফাইভ
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com