
গরু ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থীকে মারধর
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০ । ২০:১৪ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০ । ২১:২০
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা

আহত কেয়া আক্তার কাকলী
নেত্রকোনার কমলকান্দায় ক্ষেতে বাছুরের ধান খাওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধর করে রক্তাক্ত করেছেন প্রতিবেশিরা।
বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলায় পোগলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত কেয়া আক্তার কাকলী (২২) পোগলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত আবু সামার মেয়ে এবং ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী।
হামলাকারীরা হলেন- উপজেলার একই ইউনিয়নের পার্শ্ববর্তী গুমাই বাজার এলাকার আব্দুল রেজ্জাক রাজুর দুই ছেলে আপেল মিয়া (২২), লাল চাঁন মিয়া (২৮) এবং তাদের মা।
এ ঘটনার পর সন্ধ্যায় লাল চাঁনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কলামাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম।
কেয়া আক্তার কাকলী সমকালকে বলেন, পার্শ্ববর্তী গুমাই বাজার এলাকার আপেল, লাল চাঁন ও তার মা আমাদের এক মাস বয়সী গরুর বাছুরটিকে মেরে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে বাড়িতে আসে। আমি তাদেরকে বলি- এক মাসের বাছুর দুধ ছাড়া ধানের জালা খায় না। যদি ক্ষতি করে থাকে ক্ষতিপূরণ দিয়ে দিব। গালিগালাজ করেন কেন?
তিনি বলেন, এ কথা বলতেই আপেলের মা আমার হাত ধরে আর আপেল বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এতে আমার মাথা ফেটে থেকে রক্ত বের হতে থাকে। আর লাল চাঁন আমার মাকে লাথি ও কিল ঘুষি দিতে থাকে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রচণ্ড বৃষ্টির মধ্যে কলমাকান্দা সরকারি হাসপাতালে নিয়ে আসে। আমার মাথায় দু’টি সেলাই দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসাইন লিংকন সমকালকে জানান, কেয়াকে নিয়ে হাসপাতালে আসলে তার মাথায় দুটি সেলাই দেওয়া ও ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে ও রোগীর অবস্থা এখন শঙ্কামুক্ত।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. মাজাহারুল করিম সমকালকে বলেন, 'ঘটনার পর পরই সন্ধ্যায় লাল চাঁনকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল আলম জুযেল স্যার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমিন নেলী ম্যাডাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।' মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com