লঙ্কা সফরের সঙ্গে ঘরোয়া টুর্নামেন্টও

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০ । ০০:০০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০ । ১০:৩৭ | প্রিন্ট সংস্করণ

ক্রীড়া প্রতিবেদক

গতকাল মুমিনুল হকদের সঙ্গে অনুশীলনে যোগ দেন সৈয়দ খালেদ আহমেদসহ সাত ক্রিকেটার। একাডেমি ভবনে আইসোলেশন শেষে টিম হোটেলে উঠেছেন তারা - বিসিবি

কলম্বোতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সদর দপ্তর গতকালও ছিল নীরব। স্বাগতিক বোর্ড বাংলাদেশ দলের সফর নিয়ে নীরব থাকলেও ঢাকায় বিসিবি কার্যালয়ে এদিন মিডিয়ার সঙ্গে কথা বলেছেন সিইও নিজামউদ্দিন চৌধুরী।

দুই বোর্ড যে আন্তরিকভাবে সফরের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে, সে বার্তা ছিল ব্রিফিংয়ে। টাইগারদের শ্রীলঙ্কা সফর ছাড়াও গুরুত্বপূর্ণ আরও একটি তথ্য দিয়েছেন নিজামউদ্দিন। শ্রীলঙ্কায় মুমিনুলদের টেস্ট সিরিজ হলেও প্রস্তুতি নেওয়া হচ্ছে ঢাকায় ঘরোয়া টুর্নামেন্ট করার।

এসএলসির সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, দুই বোর্ডের সিইও নিয়মিত কথা বলে সফরের সীমাবদ্ধতাগুলো দূর করার চেষ্টা করছেন। মৌখিক ছাড়াও ই-মেইলে লিখিত বার্তা দিচ্ছে বিসিবি। এসএলসির সিইও অ্যাশলে ডি সিলভাও প্রতিউত্তরে হালনাগাদ তথ্য দিচ্ছেন নিজামউদ্দিনকে।

জানা গেছে, বায়োসিকিউর বাবলে বিসিবির চাওয়াগুলো 'ফিট' করার চেষ্টা করছে শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়। বিসিবি কর্মকর্তারা আশায় আছেন এ সপ্তাহে ট্যুর প্ল্যান পাঠাবে এসএলসি।

নিজামউদ্দিন বলেন, 'আমরা নির্দিষ্ট কিছু বিষয় জানিয়েছি। তারা বলেছে, তাদের যে কভিড টাস্কফোর্স এবং অন্যান্য অথরিটির সঙ্গে কথা বলে হেলথ গাইড লাইন শিথিল করার চেষ্টা করছে। আশা করছি খুব দ্রুতই বিষয়গুলো জানতে পারব।'

টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা হওয়ায় সিরিজটি আয়োজনে দুই বোর্ডই আন্তরিক বলে জানান নিজামউদ্দিন, 'আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ আয়োজনে এসএলসি-বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। সিরিজ এগিয়ে নিতে দুই বোর্ড চেষ্টা করছে।'

শ্রীলঙ্কান কভিড টাস্কফোর্স বায়ো বাবল পাঠাতে দেরি করায় বাংলাদেশের যাওয়ার প্রক্রিয়াও বিলম্ব হওয়ার পথে। এ সপ্তাহে 'ট্যুর প্ল্যান' পেলেও ভিসা এবং আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে ২৭ সেপ্টেম্বর কলম্বো যাওয়া সম্ভব হবে না।

বিসিবির এক কর্মকর্তা জানান, সবকিছু গুছিয়ে নিতে কম করে হলেও এক সপ্তাহ সময় লাগবে। এ পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে ক্রিকেটারদের।

দেরিতে হলেও মুমিনুলদের লঙ্কা সফর হচ্ছে। জাতীয় দলের ক্রিকেটাররা খেলায় ফিরলে প্রথম শ্রেণির খেলোয়াড়রাও সুখবর পাবেন শিগগিরই। সীমিত পরিসরে হলেও ঘরোয়া টুর্নামেন্ট করার প্রস্তুতি নিচ্ছে বিসিবি।

সিইও বলেন, 'আমাদের অন্য পরিকল্পনা আছে। এ জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই সিরিজ হলেও ঘরোয়া ক্রিকেট লিগ করার পরিকল্পনা রয়েছে আমাদের।'

বর্তমান বাস্তবতায় কভিড পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে বিশ্বের অনেক দেশই ঘরোয়া ক্রিকেটে ফিরছে। ৩০ সেপ্টেম্বর থেকে পাকিস্তানে শুরু হতে যাচ্ছে ঘরোয়া লিগ। সিনিয়রদের খেলা শেষ হলে অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট করার পরিকল্পনা দেশটির। আফগানিস্তানে টি২০ টুর্নামেন্ট খেলা হচ্ছে দর্শক উপস্থিতিতে। শ্রীলঙ্কায় প্রথম শ্রেণির ক্রিকেট লিগ শেষ করে অনূর্ধ্ব-২৩ বয়সভিত্তিক লিগের খেলা চালাচ্ছে। বিসিবিও অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প করেছে বিকেএসপিতে। ১ অক্টোবর থেকে দ্বিতীয় দফায় ক্যাম্প হবে। অনূর্ধ্ব-১৯ দল গঠনেও উদ্যোগী হচ্ছে বিসিবি। জাতীয় দল শ্রীলঙ্কা গেলে মিরপুরে হবে এইচপি স্কোয়াডের অনুশীলন। নতুন কোচ টবি রেডফোর্ড ৩ অক্টোবর ঢাকায় আসতে পারেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com