
বগুড়ায় ওয়ান সিগারেট কোম্পানিতে অভিযান, আটক ৩
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০ । ১৩:৫৬
সমকাল প্রতিবেদক

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
বগুড়ার ওয়ান সিগারেট কোম্পানিতে অভিযান চালিয়ে প্রায় ২৩ হাজার প্যাকেট নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেট, একটি কাভার্ড ভ্যানসহ ৩ জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে বগুড়া সদরের দোগাড়িয়া নুনগোলা এলাকায় র্যাব-১২ এই অভিযান পরিচালনা করে।
এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কুদ্দুস ও বগুড়ার কাস্টমস ভ্যাট এন্ড এক্সাইস বিভাগের সহকারী কমিশনার মো. মোমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানের খবরে ওয়ান সিগারেট কোম্পানির কর্মচারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে র্যাব কোম্পানির ম্যানেজার রবিউলসহ, জিহাদ ও জহুরুল আটক করে।
এই সময় সেখান থেকে ৯ হাজার ৮০০ প্যাকেট সেনার গোল্ড, ১১ হাজার ৫৪০ প্যাকেট পুরবি, দেড় হাজার প্যাকেট ক্যাপিটাল ব্লাকসহ ৬২ হাজার অবৈধ ব্যান্ডরোল আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বগুড়া জেলা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
অভিযানের বিষয়ে র্যাব-১২’র কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, ওয়ান সিগারেট কোম্পানি দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল ব্যবহার করে আসছিলো। এভাবে সরকারকে প্রচুর রাজস্ব ফাঁকি দিচ্ছে কোম্পানিটি। রাজশাহী কাস্টমসের যুগ্ম কমিশনার সাধন কুমার কুন্ড জানান, ওই ঘটনায় ফৌজদারি দন্ডবিধির আওয়াতায় মামলা দায়েরের অনুমতি দেয়া হয়েছে। সেভাবেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মামলা করেছে পরিবেশ অধিদপ্তরও। সংবাদ বিজ্ঞপ্তি
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com