
নিজের ওপর আস্থা রাখছেন শান্ত
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০ । ০০:০০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০ । ১৩:১৬ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

মার্চের পর ম্যাচে নেই মুমিনুলরা। করোনাকালীন প্রস্তুতি বলতে একক অনুশীলন। ফিটনেস ও স্কিল নিয়ে সেভাবে কাজ করার সুযোগও ছিল না। জাতীয় দল নির্বাচকরা হয়তো এ কারণে ক্রিকেটারদের ছন্দ নিয়ে উদ্বিগ্ন। নেট সেশন আর ফিটনেস অনুশীলনের ওপর ভরসা করা ছাড়া এ মুহূর্তে উপায়ও নেই নির্বাচকদের।
ক্রিকেটাররাও চেষ্টা করছেন ছন্দ ফিরে পেতে। গতকাল নাজমুল হোসেন শান্ত যেমন জানালেন, শরীর, মন ও স্কিলকে এক সুতোয় বেঁধে পুরোনো রূপে আবির্ভাব হওয়া।
শ্রীলঙ্কা সফরের জন্য স্কিল ও কন্ডিশনিং ক্যাম্প হচ্ছে টাইগারদের। বায়োসিকিউর বাবলে আবাসিক ক্যাম্পের পাঁচ দিন হয়ে গেছে। কোচিং স্টাফের তত্ত্বাবধানে মুশফিকরা কিছুটা বেশি সময় পেয়েছেন স্কিল ঝালিয়ে নিতে।
সেদিক থেকে রাজশাহীতে একক অনুশীলন করা শান্তরা একটু হলেও পিছিয়ে রয়েছেন। টেস্টের টপঅর্ডার এ ব্যাটসম্যান সেটা পুষিয়ে নিতে চান দলগত অনুশীলনে। একাগ্রতা দিয়ে কঠিন কাজকে সহজ করতে চান তিনি, 'আমরা সবাই একসঙ্গে অনুশীলন করছি। নেটে ব্যাটিং সেশন হচ্ছে। সবাই চেষ্টা করছি আগের ছন্দে ফিরে যেতে। ইতিবাচক মানসিকতা দিয়ে চেষ্টা করছি। কঠিন হলেও সেরা ছন্দে ফিরতে হবে আমাদের।'
লকডাউনের সময় ক্রিকেটারদের ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা দিয়েছিলেন জাতীয় কোচিং স্টাফ। 'হোম ট্রেনিং' করার গাইডলাইন মেনে ফিটনেস নিয়ে কাজ করেছেন তারা। তবে করোনাকালীন বিরতিতে ক্রিকেট নিয়ে ভাবার সুযোগ হয়েছে বলে জানান শান্ত, 'ক্রিকেট খেলা শুরু করার পর থেকে এ রকম লম্বা বিরতি পাইনি। এতদিন মাঠ ছাড়া বাসায় থাকা কঠিন ছিল। তবে ইতিবাচক দিক হলো, ক্রিকেট নিয়ে চিন্তা করতে পেরেছি। যেটা এখন কাজে লাগবে।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com