শর্ত না মানলে সিরিজ নয়: লংকান বোর্ড

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০ । ১৪:৫০

অনলাইন ডেস্ক

ছবি: ফাইল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলংকা সফরের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে। শুরু করে দিয়েছে ক্রিকেটারদের আবাসিক ক্যাম্প। দুই-তিনদিন পরেই শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল ক্রিকেটারদের। লংকান ক্রিকেট বোর্ড অলিখিতভাবে বাংলাদেশকে সিরিজের প্রস্তুতি নিতে বলেছিল। কিন্তু এখন সবটাই ভেস্তে দিয়েছে তারা।

শ্রীলংকার দেওয়া কোয়ারেন্টাইনের শর্ত না মানলে সিরিজ আয়োজন সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাম্মি ডি সিলভা। অর্থাৎ অক্টোবরে তিন টেস্টের সিরিজ খেলতে চাইলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের শ্রীলংকায় গিয়ে ১৪ দিন হোটেলে আবদ্ধ থেকে কোয়ারেন্টাইন সম্পন্ন করত হবে। অনুশীলন কিংবা জিম করার জন্যও তারা বের হতে পারবেন না।

লংকান ক্রিকেট বোর্ডের সিইও দেশটির সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা অনেক আলোচনা করেছি। কিন্তু কভিড টাস্ক ফোর্স (দেশটির সেনাবাহিনী পরিচালিত) বাংলাদেশের চাওয়া অনুযায়ী কোয়ারেন্টাইনের শর্ত কিছুতেই শিথিল করতে রাজি নয়।’ শাম্মি ডি সিলভা জানিয়েছেন, বিসিবি’কে তাদের সিদ্ধান্তের কথা দ্রুতই জানিয়ে দেবে তারা। বলবে যে, কোয়ারেন্টাইনের শর্ত না মানলে এখন আর সিরিজটি আয়োজন সম্ভব নয়।

করোনার কারণে দীর্ঘ বিরতি গেছে ক্রিকেটারদের। সিরিজ শুরুর আগে তাই ফিটনেস নিয়ে উঠে পড়ে কাজ করতে হচ্ছে ক্রিকেটারদের। না হলে মাঠে নেমে ফিটনেস জনিত কারণে মারাত্মক বিপদে পড়তে পারেন তারা। শ্রীলংকায় গিয়ে ১৪ দিন অনুশীলন না করলে দেশে করা ক্যাম্প তাই জলে যাবে মুশফিক-মুমিনুলদের। ফিটনেসও নেমে যাবে মারাত্মকভাবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তাই সংবাদ মাধ্যমকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন, শ্রীলংকার শর্তে সফর সম্ভব নয়। এখন তাই বাংলাদেশ-শ্রীলংকার তিন টেস্টের সিরিজ চরম অনিশ্চয়তায় পড়ে গেছে। লংকান বোর্ড অবশ্য মনে করছে, এ বছর সম্ভব না হলেও আগামী বছর সিরিজটি তারা আয়োজন করতে পারবে। বাংলাদেশ সিরিজ স্থগিত হলে একই শর্ত মেনে নভেম্বরে লংকান প্রিমিয়ার লিগ আয়োজন হয় কি-না সেটাই দেখার বিষয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com