ধর্ষণের ঘটনা টের পেয়ে যুবককে ধরে পুলিশে দিল স্থানীয়রা

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০ । ১৮:৪২

হবিগঞ্জ প্রতিনিধি

আটক সুজন -সংগৃহীত ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুজন আহমেদ নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক সুজন আহমেদ আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া (আসাম পাড়ার) গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, উপজেলার বিরাট উজানপাড়া (আসামপাড়া) গ্রামের আবু বক্কর মিয়ার একমাত্র ছেলে সুজন আহমেদ অনেকটা লম্পট প্রকৃতির। বিভিন্ন সময় তার বিরুদ্ধে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। এক বছর আগে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শাল্লা গ্রামে নিজের পছন্দে বিয়ে করেন সুজন। সুজনের স্ত্রী বর্তমানে ৮ মাসের অন্তঃসত্বা বলে জানা গেছে। এরই মাঝে কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের এক কিশোরীর সঙ্গে পরিচয় হয় সুজনের। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার বিকালে সুজন তার বন্ধু মুসলিম মিয়াকে সঙ্গে নিয়ে ওই কিশোরীর বাড়িতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুবাদে বিয়ের প্রলোভনে সুজন তাকে ধর্ষণ করেন। স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে হাতেনাতে সুজন আহমেদকে আটক করে পুলিশে খবর দেয়। সন্ধ্যায় শিবপাশা পুলিশ ফাড়ির ইনচার্জ আশরাফ আলী ঘটনাস্থলে পৌঁছে সুজনকে আটক করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে যান। পরে রাত ১০ টার দিকে ওই কিশোরী বাদি হয়ে সুজন আহমেদ ও তার বন্ধু মুসলিম মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

আজমিরীগঞ্জ থানার (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, ‘ধর্ষণের অভিযোগ এনে কিশোরী বাদি হয়ে মামলা দায়ের করেছে। অভিযুক্ত সুজনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে এবং ডাক্তারি পরীক্ষার জন্য কিশেরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com