
সাভারে স্কুলছাত্রী নীলা হত্যা, অভিযুক্তের শাস্তি দাবিতে বিক্ষোভ
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০ । ২০:৫২
নিজস্ব প্রতিবেদক, সাভার

স্কুলছাত্রী নীলা হত্যার ঘটনায় অভিযুক্তের শাস্তি দাবিতে শুক্রবার সাভারে বিভিন্ন সংগঠন বিক্ষোভ ও বচিার দাবি করেন- সমকাল
সাভারে চাঞ্চল্যকর স্কুলছাত্রী নিলা রায় (১৫) হত্যায় অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমান মিজানকে এখনও গ্রেপ্তার হয়নি। তবে মিজানের বাবা আব্দুর রহমান (৬০) ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তারা এ হত্যা মামলার দুই ও তিন নম্বর আসামি।
গত বৃহস্পতিবার গভীর রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে র্যাব তাদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তারা সাভার পৌরসভার ৪নং ওয়ার্ডের এ-৭৪/২ ব্যাংক কলোনির সাইদুল আলমের বাসায় ভাড়া থাকেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রধান আসামি মিজান এখনও পলাতক।
এদিকে নীলা রায় হত্যার প্রতিবাদ এবং মিজান ও তার সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শুক্রবার দুপুরে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। সাভারে ধসে পড়া রানা প্লাজার অস্থায়ী বেদির সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাভার উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। এতে উপজেলা শাখার আহ্বায়ক কমরেড সৌমিত্র কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য দেন বাসদ ঢাকা নগর শাখার সদস্য কমরেড খালেকুজ্জামান লিপন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শোভন রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আশুলিয়া থানার সভাপতি মাফিজুল ইসলাম।
অন্যদিকে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোটের উদ্যোগে সাভার থানা রোডের বঙ্গবন্ধু চত্বরে অভিযুক্ত মিজান ও তার সহযোগীদের ফাঁসি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। আজ শনিবারও সাভার নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধন ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানা গেছে।
র্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ বলেন, পলাতক প্রধান আসামি মিজানকে গ্রেপ্তারে অভিযান চলছে।
গত ২০ সেপ্টেম্বর রাতে নীলা রায়কে তুলে নিয়ে নির্যাতন শেষে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে মিজান। এ ঘটনায় পরদিন মিজানকে প্রধান আসামি করে তার মা-বাবাসহ কয়েকজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন নিহত নীলার বাবা নারায়ণ রায়। ২৩ সেপ্টেম্বর মানিকগঞ্জের আরিচা থেকে সেলিম পালোয়ান নামে মিজানের এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর দু'দিন পুলিশ রিমান্ড শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com