নওগাঁ-৬ উপনির্বাচন: বিএনপির সভায় হামলার অভিযোগ

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০ । ২২:৫৩

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ-৬ (রানীনগর ও আত্রাই) আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও হুমকির অভিযোগ করেছে জেলা বিএনপি।

শুক্রবার নওগাঁ শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নেতারা।

নওগাঁ বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সকালে রানীনগর উপজেলা বিএনপির কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করা হয়। সকাল থেকেই এই সভায় অংশগ্রহণে আসা দলীয় নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছিল। 

এ সময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল আমাদের নেতাকর্মীদের ওপর দফায় দফায় হামলা চালায়। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম ও মোশাররফ হোসেন, স্থানীয় বিএনপি নেতা শেখ মনোয়ার হোসেনসহ ১০-১২ নেতাকর্মী আহত হন।

হাজিফুর রহমান আরও অভিযোগ করেন, নির্বাচনের মাঠ থেকে তাড়িয়ে দিতে তারা (আওয়ামী নেতাকর্মী) অব্যাহতভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ দাবি করে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট এ জেড এম রফিকুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক আমিনুর রহমান বেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও রানীনগর উপজেলা বিএনপির নেতারা।

উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন হেলাল হামলা ও হুমকি-ধমকির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। তাদের হামলায় ফখরুল ইসলাম নামে একজনসহ ১০-১৫ কর্মী আহত হয়েছেন। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা করছে তারা।

রানীনগর থানার ওসি মো. জহুরুল হক জানান, গত বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভাকে কেন্দ্র করে উপজেলা সদরে উত্তেজনা দেখা দেয়। তবে পরিস্থিতি এখন শান্ত আছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com