মানবতার সেবায় যুক্তরাষ্ট্রে বিশেষ সম্মাননা পেলেন কাদের মিয়া

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০ । ২৩:১৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০ । ২৩:৩৩

সমকাল ডেস্ক

যুক্তরাষ্ট্রে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে কংগ্রেস প্রার্থী অ্যামি কেনেডির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন আব্দুল কাদের মিয়া-ছবি সংগৃহীত

করোনা মহামারিতে বিপর্যস্ত প্রবাসী এবং মাতৃভূমির দুস্থ মানুষের পাশে
দাঁড়ানোর জন্য নিউইয়র্কের আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া
'বিশেষ সম্মাননা' পেয়েছেন। নিউজার্সি স্টেটের অ্যাগ হারবার টাউনশিপের
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি তাকে এ সম্মাননা দেয়। খবর
এনআরবি নিউজের।

গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এক প্রীতি সমাবেশে
কাদের মিয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেন নিউজার্সি কংগ্রেসনাল
ডিস্ট্রিক্ট-২ থেকে কংগ্রেসপ্রার্থী অ্যামি কেনেডি। এ সময় স্থানীয়
জনপ্রতিনিধি ও কমিউনিটির বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

বিশেষ সম্মাননা গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অনুষ্ঠানের প্রধান
অতিথি আব্দুল কাদের মিয়া বলেন, 'মানবতার পাশে থাকব বাকিটা জীবন। এ জন্য
আপনারা দোয়া করবেন। আজকের এই সম্মাননা অ্যাওয়ার্ড আমাকে আরও উৎসাহিত করবে
মানুষের কল্যাণে কাজ করতে।'

করোনায় ঝিমিয়ে পড়া কমিউনিটিকে জাগাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের এ উদ্যোগের
প্রশংসা করেছেন সবাই। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি শরিফ খান, সহসভাপতি
মিরাজ খান, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ সিদ্দিক,
প্রধান উপদেষ্টা সৈয়দ মাহমুদ কাওসার, বোর্ড অব ট্রাস্টির প্রধান কাঞ্চন বল,
কমিউনিটি নেতা এটিএম মাসুদ, আবুল বাশার ভূঁইয়া, এটিএম রানা, স্থানীয়
পুলিশের প্রধান এরিক শ্যাপলার শুভেচ্ছা বক্তব্য দেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com