
বাজিতপুরে জুয়ার আসর থেকে কাউন্সিলর আটক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০ । ১৩:৩০ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০ । ১৩:৩৭
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
-samakal-5f6eefb99a1e4.jpg)
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় শওকত মিয়া নামে এক কাউন্সিলরকে জুয়ার আসর থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চন্দ্রগ্রাম এলাকা থেকে আটক করা হয়।
আটক শওকত বাজিতপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, রাতে চন্দ্রগ্রাম এলাকায় জুয়ার আসর থেকে শওকতকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ ৩৮২৫ টাকা উদ্ধার করা হয়েছে।
বাজিতপুর থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক কাউন্সিলরকে আদালতে পাঠানো হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com