অবশেষে ধর্ষণচেষ্টাকারী শ্বশুরের বিরুদ্ধে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশ: ০৮ অক্টোবর ২০ । ১৬:২০

 চরফ্যাসন( ভোলা) প্রতিনিধি

গ্রেপ্তার কাদের মাঝি

অবশেষে ভোলার চরফ্যাসনে পুত্রবধূকে ধর্ষণচেষ্টাকারী শ্বশুরের বিরুদ্ধে মামলা নিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম কাদের মাঝি (৫০)। তিনি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাসেরহাট গ্রামের মৃত সৈয়দ আহমেদ মাঝির ছেলে।

এ ঘটনায় সপ্তাহখানেক আগে শ্বশুরের বিরুদ্ধে চরফ্যাসন থানায় লিখিত অভিযোগ দেন নির্যাতিত ওই নারী। তবে সাত দিন পেরিয়ে গেলেও সেটি মামলা হিসেবে নেয়নি পুলিশ। পরে নির্যাতনের শিকার ওই নারী সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করেন। এ নিয়ে বুধবার রাতে সমকাল অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশিত হয়। পরে ওই দিন গভীর রাতেই অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়।  

লিখিত অভিযোগে ওই গৃহবধূ জানান, তার স্বামী চট্টগ্রামে দিনমজুরের কাজ করেন। গত বৃহস্পতিবার তার স্বামী ও শাশুড়ি বাড়িতে ছিলেন না। এদিন রাতে শ্বশুর কাদের মাঝি ও তিনি একই ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে শ্বশুর তাকে মুখে গামছা গুঁজে দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি শ্বশুরের হাত থেকে বাঁচতে পাশের চাচি শাশুড়ির ঘরে গিয়ে আশ্রয় নেন। শুক্রবার ওই পুত্রবধূকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর পরই নির্যাতিত ওই নারী ধর্ষণচেষ্টাকারী শ্বশুরকে আসামি করে চরফ্যাসন থানায় এজাহার দাখিল করেন। কিন্তু পুলিশ মামলা নেওয়ার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে বুধবার বিকেলে ভিক্টিম স্থানীয় সংবাদকর্মীদের কাছে সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেন।

চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া জানান, পুত্রবধূর দায়ের করা মামলায় বুধবার রাতেই ধর্ষণের চেষ্টাকারী শ্বশুরকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com