
ইরেশ যাকেরই ‘মুখোশ’ এর খলনায়ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০ । ১৩:০৮
বিনোদন প্রতিবেদক

আবারও ভিলেন চরিত্রে অভিনয় করছেন ইরেশ যাকের। একসঙ্গে দুটি ছবিতে তাকে ভিলেন হিসেবে দেখা যাবে। সম্প্রতি অনুদানের ছবি 'মুখোশ'-এ চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি পরিচালনা করবেন ইফতেখার শুভ। ছবিতে ইরেশ যাকেরকে দেখা যাবে শাহ নেওয়াজ নামে একজন প্রভাবশালী প্রযোজকের চরিত্রে।
আগামী জানুয়ারিতে শুরু হবে ছবির শুটিং। সিলেট, সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে শুটিং হবে। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানের 'মুখোশ' ছবিটি পরিচালনার পাশাপাশি প্রযোজনা করবেন ইফতেখার শুভ। তার লেখা 'মুখোশ' উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হবে।
'মুখোশ' ছাড়াও আকরাম খানের 'নকশি কাঁথার গল্প' ছবিতে অভিনয় করছেন ইরেশ যাকের। সম্প্রতি এ ছবির শুটিং শুরু হয়েছে। এতে তাকে দেখা যাবে একজন রাজাকারের চরিত্রে। ইরেশ যাকের বলেন, দর্শক আমাকে খল চরিত্রে দেখতে পছন্দ করছেন। যে জন্য নির্মাতারাও আমাকে তাদের ছবিতে এ ধরনের চরিত্রে নিচ্ছেন।
'নকশি কাঁথার গল্প',ও 'মুখোশ' ছবির গল্প অসাধারণ। গল্প ও চরিত্র মিলে দুটি ভালো ছবি হবে- এ প্রত্যাশা করতে পারি।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com