
হরিণাকুন্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রকাশ: ১৮ অক্টোবর ২০ । ১৩:৫৬
হরিণাকুন্ডু(ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমিত কুমার সাধু খাঁ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১ টার দিকে শহরের ক্রীড়া সংস্থার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সমির কুমার শহরের চিথলিয়াপাড়া এলাকার স্বপন খাঁর ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে সমিত তার ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জিল্লুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলে রক্তশূন্যতার কারণে হাসপাতালে আনার পথেই ওই যুবকের মৃত্যু হয়েছে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, ওই যুবক নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com