
'বাবা থাকলে হয়তো জীবনটা এমন হতো না'
প্রকাশ: ১৮ অক্টোবর ২০ । ১৯:৩২ | আপডেট: ১৮ অক্টোবর ২০ । ২০:০৩
মুন্সীগঞ্জ প্রতিনিধি

বাবার সঙ্গে মেয়ে দিয়া- ফাইল ছবি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন হত্যাকাণ্ডের আট বছর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তার মেয়ে ওয়াহিদা খাঁন দিয়া।
রোববার বাবার অষ্টম মৃত্যুবার্ষিকীতে তার উদ্দেশে ফেসবুকে দিয়া লিখেছেন, 'আসলে যদি আমার বাবা থাকতো তাহলে হয়তো আমার জীবনটা এমন হতো না।'
তিনি লিখেছেন, 'আজ ১৮ অক্টোবর, আমার জীবনের সবথেকে ভয়ানক দিন। আজকের এই দিনে মানুষ রূপী হায়েনার দলের আমার চোখের সামনে আমার বাবাকে খুন করে আমার পুরো পৃথিবী উজার করে দেয়।'
দিয়া বলেন, 'একটা মানুষকে খুন করলে যে একটা মানুষের মৃত্যু হয় তা নয়, মৃত্যু হয় একটা পরিবারের, মৃত্যু হয় স্ত্রীর, মৃত্যু হয় সন্তানের, ভাই-বোনের, মৃত্যু হয় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে থাকা সর্ম্পকগুলোর।'
খোঁজ নিয়ে জানা গেছে, একটি হত্যা মামলার সাক্ষী হওয়ায় ২০১২ সালের ১৮ অক্টোবর রাতে এই আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত মোবারক হোসেন লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
রোববার এই আওয়ামী লীগ নেতা হত্যার ৮ বছর পূর্ণ হলেও এখনও পর্যন্ত হত্যার বিচার পায়নি তার পরিবার। উল্টো হত্যা মামলার আসামিদের হুমকির ভয়ে তার স্ত্রী সন্তানদের নিয়ে স্বামীর ভিটা ছেড়ে বর্তমানে রাজধানীর পাশের একটি জেলা শহরে বসবাস করছেন।
বাবা হত্যার অষ্টম বার্ষিকীতে মেয়ে দিয়া তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, 'বিচার হয় না কেন এই দেশে? কারণ আমরা তো আমজনতা। যে দেশে প্রধানামন্ত্রীর পুরো পরিবার হত্যার বিচার পেতে ৪০ বছরের উপরে সময় লেগে গেছে। সেখানে আমার বাবা হত্যার ৮ বছর মাত্র হইলো। তার মধ্যে খুনিরা স্থানীয় ক্ষমতার দাপটে আছে। আইন, কানুন, পুলিশ তো তাদের হাতে আর পকেটে। আমাদের মতো আমজনতার কি বা করার আছে চেয়ে চেয়ে দেখা ছাড়া?'
দিয়া লিখেছেন, “বাবা প্রতিটা সন্তানের জন্য আল্লাহর দেয়া অনেক বড় একটা সম্পদ, অনেক বড় একটা নিয়ামত। যে সম্পদটার আমার নেই। আর তাই আমি আজ একা পড়ে আছি। শহরের কোন এক নিভৃত কোণে। আসলে আজ যদি আমার বাবা থাকতো তাহলে হয়তো আমার জীবনটা এমন হতো না।''
দিয়া আরও লিখেছেন, 'আমার ঘরে আজ নতুন অতিথি এসেছে, তার জন্য যে সব থেকে বেশি খুশি হতো সে আমার বাবা। এই ছোট্ট মুখখানা দেখে যার চোখে মুখে সবথেকে বেশি খুশির ঝলকানি দেখা যেত, সে আমার বাবা। আজ যদি বাবা থাকতো তাহলে এই ছোট্ট মুখখানি আগলে রাখতো অতি যতনে।'
নিহত আ’লীগ নেতার মেয়ে দিয়া জানান, ২০০১ সালের ১৭ অক্টোবর মাওলানা আব্দুল কাদিরকে হত্যার ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন তার বাবা মোবারক হোসেন। ওই হত্যা মামলায় আদালতে জবানবন্দি দেওয়ায় হত্যা মামলার আসামিরা ২০১২ সালের ১৮ অক্টোবর রাতে খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে ঘাতকরা।
দিয়া জানান, নিজ বাড়ির সামনে আগে থেকেই ওঁৎ পেতে থাকা ঘাতকরা তার বাবাবর মাথায় গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় লৌহজং থানায় হত্যা মামলা করা হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com