দক্ষিণখানে নারীর বস্তাবন্দি লাশ

প্রকাশ: ২৬ অক্টোবর ২০ । ০০:০৩

সমকাল প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় রাস্তা থেকে বস্তাবন্দি এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উদ্ধার লাশটির পরিচয় মেলে জাতীয় পরিচয়পত্রের সার্ভার থেকে আঙুলের ছাপে। তিনি রোকসানা আক্তার সাথী (৩০) এবং তার বাড়ি মাদারীপুরের শিবচরে।

পুলিশের ধারণা, সাথীকে হত্যার পর লাশ বস্তাবন্দি করে গুম করা হয়। তিনি টঙ্গী এলাকায় থাকতেন।

দক্ষিণখান থানার ওসি সিকদার মো. শামীম হোসেন জানান, সাথীর হাতে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, আঙুলের ছাপে পরিচয় নিশ্চিত হওয়ার পর তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। মাঝেমধ্যে তাকে বিমানবন্দর এলাকাতেও ভাসমান অবস্থায় দেখা যেত। স্বজনরা ঢাকায় এলে আরও বিস্তারিত জানা যাবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com