করোনায় মধুখালী উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশ: ২৮ অক্টোবর ২০ । ১৬:৪৪ | আপডেট: ২৮ অক্টোবর ২০ । ১৭:২৬

ফরিদপুর অফিস

মির্জা মনিরুজ্জামান বাচ্চু

ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু (৫৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়, গত শনিবার জ্বর, সর্দি ও কাশি নিয়ে তিনি ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রোববার ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। ওই দিন রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি ডায়াবেটিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন।

মির্জা মনিরুজ্জামান ২০১৯ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি মধুখালী পৌরসভা গোন্ধারদিয়া মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। 

মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক জানান, মির্জা মনিরুজ্জামানের মরদেহ মধুখালীতে আনার পর স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com