
চট্টগ্রামে তুলার গুদামে অগ্নিকাণ্ড
প্রকাশ: ২৮ অক্টোবর ২০ । ১৭:৪২
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার সকাল ৮টার দিকে নগরীর আতুরার ডিপো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আশেপাশে ছড়ানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কমীরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নগরীর বায়েজিদ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে তুলার গুদামটি পুড়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com