নেই কেন সেই পাখি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

--

ব্যক্তি আকাঙ্ক্ষার যে আকাশ ছড়িয়ে থাকে নিজস্ব বলয়ে- সেখানে কিছু পাখি থাকে একান্ত। নিজস্ব আকাশের একান্ত পাখি কখনও কখনও উড়ে যায়; কখনও পালক পড়ে থাকে, কখনওবা কিছুই আর থাকে না।  জীবন থেকে আড়াল হওয়া এসব পাখি হাহাকার আর আর্তিরই কি আরেক নাম? নাকি নিঃসঙ্গতার সঙ্গছায়া? কতশত বস্তু-ভাবনা, সম্পর্ক, মানুষের ক্রমে দূর থেকে আরও দূরে চলে যাওয়ার ভেতর দিয়েই আমরা যেন জীবনের বর্তমানে এসে দাঁড়াই। না থাকার বেদনা বা আর্তি কোনো এক সময় ব্যক্তিগত প্রাপ্তি হয়েও দেখা দেয়। দৈনন্দিনতার মাঝে এক নিশ্চুপ বেদনার মতো ডেকে ডেকে যায় এক না-থাকা-পাখি।

প্রচ্ছদে বিস্তারিত...

সূচিপত্র

শ্রদ্ধাঞ্জলি
আবুল হাসনাত
সমাজ সংস্কৃতির সাধক
সৈয়দ মনজুরুল ইসলাম -৪-৬

প্রচ্ছদ
সেই সব পাখি
ময়ুখ চৌধুরী -৭-৮
ততদিনে দেরি হয়ে যায়
স্বরলিপি -৯-১০

পদাবলি ষ১১
মুহম্মদ নূরুল হুদা
কানিজ পারিজাত
মাইনুর নাহার

জন্মদিন
আনোয়ারা সৈয়দ হকের
৮০তম জন্মবার্ষিকী
অভিবাদন, প্রিয় সাহিত্যযোদ্ধা
দিলারা হাফিজ -১২-১৩

ধারাবাহিক: তুমুল গাঢ় সমাচার
বঙ্গবন্ধুর গণতান্ত্রিক সমাজতন্ত্র
বাহাত্তরের সংবিধান ও সমতামুখী সমাজের আকাঙ্ক্ষা
বিনায়ক সেন -১৪-১৫

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com