‘পাগল’ ছেলের পাথরের আঘাতে মায়ের মৃত্যু

প্রকাশ: ০৬ নভেম্বর ২০ । ১৭:০০

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

গ্রেপ্তার গোলাম মোস্তুফা -সমকাল

‘পাগল’ ছেলের পাথরের আঘাতে মনোয়ারা বেগম (৪৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে ময়মনসিংহের মুক্তাগাছার মৈশাদিয়া গ্রামে।

এ ঘটনায় ছেলে গোলাম মোস্তুফাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় মুক্তাগাছা থানায় হত্যা মামলা হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার তারাটি ইউনিয়নের মৈশাদিয়া গ্রামের সিরাজুল ইসলামের বড় ছেলে গোলাম মোস্তুফা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো। বাড়ির একটি খোলা ঘরে তাকে রাখা হতো। শুক্রবার ভোরে লোহার শিকল খুলে ফেলে সে। ফজরের নামাজ পড়তে বের হয় মা মনোয়ারা বেগম। এ সময় ছেলে মোস্তুফা ঘরে থাকা ওজন মাপার পাথর দিয়ে মনোয়ারা বেগমের মাথার পেছনে আঘাত করে। মনোয়ারা মাটিতে লুটিয়ে পড়লে এরপরও তার মাথায় আরও আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই মনোয়ারা বেগমের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, পাগল ছেলেকে খোলা একটি ঘরে খালি গায়ে বেঁধে রাখা হয়েছিল, সে সারা রাত শীতে কাঁপছিল। এছাড়া তাকে রাতের খাবার দেওয়া হয়নি। এর ক্রোধে সে লোহার শিকল খুলে তার মাকে পাথর দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com