
বিমানের শৌচাগারে মিলল সাড়ে ৮ কেজি স্বর্ণ
প্রকাশ: ০৬ নভেম্বর ২০ । ১৯:৩০ | আপডেট: ০৭ নভেম্বর ২০ । ০০:৫৫
সমকাল প্রতিবেদক

ফাইল ছবি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার বিমানের শৌচাগার থেকে প্রায় সাড়ে আট কেজি ওজনের ৬৮ পিস স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তবে এর সঙ্গে জড়িত কোনো চক্রকে শনাক্ত করতে পারেনি তারা।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়। প্রায় ৫ ঘণ্টা অভিযান শেষে বিমানের শৌচাগারে ময়লা রাখার চেম্বারের নিচে কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণবারের চারটি প্যাকেট উদ্ধার করা হয়। কিছুদিন আগেও বিমানের একটি ফ্লাইট থেকে সমপরিমাণ স্বর্ণবার জব্দ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবীর সমকালকে বলেন, গতকাল উদ্ধার করা স্বর্ণবারের বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ স্বর্ণবার পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্ট বিমানের অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে। এ ছাড়া একটি বিভাগীয় মামলাও হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখার আলম ভূঁইয়া বলেন, মহামারি করোনার মধ্যে সক্রিয় হয়ে উঠেছে স্বর্ণপাচার চক্র। তবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাদের তৎপরতায় জব্দ করা হচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণবার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিমানবন্দরের অসাধু এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। চক্রটির বিরুদ্ধে শুল্ক গোয়েন্দার তদন্ত অব্যাহত আছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com