
দেশে ফিরেই 'জয়' এর উদ্বোধন সাকিবের
প্রকাশ: ০৬ নভেম্বর ২০ । ২০:০০
অনলাইন ডেস্ক

দেশে ফিরে জয় সুপাশপের উদ্বোধন করলেন সাকিব। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
‘বাজার হবে আনন্দে’ এই স্লোগানকে সামনের রেখে শুক্রবার রাজধানীর গুলশানে নিত্য প্রয়োজনীয় পণ্যের সুপারশপ ‘জয়’ চালু হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই শপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘জয়’ সুপারশপের মূল প্রতিষ্ঠান ইউনিলাইফ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান খালেদ উর রহমান সানি, ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জোবাইদুর রহমান এবং ডিরেক্টর জামিল আহম্মেদ চিস্তি।
জয়ের উদ্বোধন অনুষ্ঠানে খালেদ উর রহমান সানি জানান, সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটাতে দেশি-বিদেশি পণ্যের সমাহার নিয়ে হাজির এলো ‘জয়’।
শপটিতে মিলবে মাছ-মাংস, শাক-সবজী, ফল, ডেইরী, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনী সবকিছু। এছাড়া ‘থাই এভিনিউ’ নামে একটি ফুড কর্ণারও থাকছে। সংবাদ বিজ্ঞপ্তি
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com