সহজে ভোটের ফল মানবেন না ট্রাম্প

প্রকাশ: ০৬ নভেম্বর ২০ । ২২:৩০

অনলাইন ডেস্ক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলো একের পর এক দখলে নিচ্ছেন ভোটের দাপটে। মাত্র ছয় পয়েন্ট দূরে থেকে নেভাদাতে এগিয়ে ছিলেন আগেই। শেষ মুহূর্তে এসে দখলে নেন জর্জিয়া। এরপর আবার পেনসিলভেনিয়াও। যে দুটিতে শুরু থেকেই এগিয়ে ছিলেন ট্রাম্প। অর্থাৎ বলা চলে, জয় এবার বাইডেনের পক্ষে।

কিন্তু প্রশ্ন আসতে পারে রীতিমতো ‘নাছোড়বান্দা’ ডোনাল্ড ট্রাম্প কী হেরে গেলে সেই ফলাফল মেনে নেবেন। কারণ তিনি তো প্রায়ই বলছেন প্রয়োজনে আদালতে যাবেন। যদিও ইতোমধ্যেই ভোট কারচুপির ‘ভিত্তিহীন’ অভিযোগ এনে মামলা করে বসেছে ট্রাম্প শিবির। সেই অভিযোগ আদালতে খারিজও হয়েছে এরইমধ্যে।

ফক্স নিউজ বলছে, ডোনাল্ড ট্রাম্পের সহজে ভোটের ফল মানার পরিকল্পনা নেই এখনও। যদিও গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে এগিয়ে যাচ্ছেন জো বাইডেন। যেকোনো সময় জয়-পরাজয় ঘোষণা হতে পারে। একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে ফক্স নিউজ।

সূত্রটি ফক্স নিউজকে বলেছে, নির্বাচনি ফল মেনে নেওয়া এবং না নেওয়ার জটিলতায় আছেন পেসিডেন্ট ট্রাম্প। তার পরামর্শদাতারা উভয় দিক থেকেই পরামর্শ দিয়ে আসছেন। কেউ কেউ ট্রাম্পকে বলছেন, ছাড় দেওয়া সঠিক পথ হবে। আবার কেউ কেউ চাপ দিচ্ছেন, নিজের পক্ষে পর্যাপ্ত ভোট এবং বৈধ করার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।

ফক্স নিউজ এও বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প কেবলই সন্দিহান বলে জানিয়েছে সূত্র। ট্রাম্প গত কয়েক মাস ধরেই এ সম্পর্কে সতর্ক করে আসছিলেন। মিডিয়া এটি গুরুত্বের সঙ্গে নেয়নি। এবং এখন ট্রাম্প বাস্তবতার সঙ্গে আছেন বলে মনে করছেন।

সূত্রটি বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত ফল মেনে নিলে নিতেও পারেন। কিন্তু এখন তার সে ধরনের পরিকল্পনা নেই। তিনি সেভাবে প্রস্তুতি নেননি। ট্রাম্প শিবিরি ইতোমধ্যে মামলা করেছে। বিভিন্ন অভিযোগ তুলছে। আদালতের কাছে যাওয়ার নানা হুমকি দিচ্ছে। মিশিগানে মামলা হয়েছে। নেভাদাতে হয়েছে। আরও কয়েকটি মামলা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com