রাঙ্গামাটিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

প্রকাশ: ১১ নভেম্বর ২০ । ১১:১১ | আপডেট: ১১ নভেম্বর ২০ । ১১:২২

রাঙ্গামাটি প্রতিনিধি

ফাইল ছবি

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ২ জন নিহত হয়েছেন।

বুধবার রাত ৩টার দিকে ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সুভাষ তনচংগ্যা (৪৫) ও ধনঞ্জয় তনচংগ্যা (৩৫)। 

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন বলেন, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কারণ এখনও জানা যায়নি। 

ওসি আরও বলেন, নিহত দু’জনই পাহাড়ের আঞ্চলিক দল জনসংহতি সমিতির সদস্য। হামলাকারীরা অন্য কোনো আঞ্চলিক দলের কর্মী হতে পারে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com