‘মহামারির সময়েও হাত গুটিয়ে বসে থাকতে চাইনি’

প্রকাশ: ১১ নভেম্বর ২০ । ০০:০০ | আপডেট: ১১ নভেম্বর ২০ । ১৩:০২ | প্রিন্ট সংস্করণ

বিনোদন প্রতিবেদক

শহীদুজ্জামান সেলিম। নন্দিত অভিনেতা ও নির্মাতা। সম্প্রতি তার নির্দেশনায় মঞ্চস্থ হচ্ছে ঢাকা থিয়েটার প্রযোজিত নাটক 'একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার'। এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

করোনাভাইরাসের জন্য অনেকে যখন ঘরবন্দি, তখন নতুন নাটক মঞ্চায়নে সাহসী হলেন কীভাবে?

অনেকেই জানেন, ঢাকা থিয়েটার তার ধমনিতে মুক্তিযুদ্ধের রক্ত বহন করে। যে জন্য লড়াই আর সৃষ্টি আমরা একযোগে করে যাই। করোনার মহামারির সময়েও তাই হাত গুটিয়ে বসে থাকতে চাইনি। বিপদগ্রস্ত মানুষের কল্যাণ আর নতুন নাটক মঞ্চায়নের প্রস্তুতি নিয়েছি।


অন্যান্য নাটকের মতো 'একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার'-এর জন্য মহড়ার কতটুকু সুযোগ পেয়েছেন?

বিশ্বজুড়ে যে পরিস্থিতি চলছিল, তাতে সরাসরি মহড়ার তেমন কোনো সুযোগ ছিল না। লকডাউনের সময় তাই আমরা ভার্চুয়াল মহড়া দিয়েছি। অন্যান্য নাটকের তুলনায় বেশি পরিশ্রম করতে হয়েছে। তিন মাস অক্লান্ত পরিশ্রমের পরেই আমরা মঞ্চায়ন করতে পেরেছি 'একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার' নাটকের। মূলত করোনার ভয়কে জয় করেই আমাদের এই নতুন নাটক। 


মঞ্চে দর্শক সমাগম কেমন চোখে পড়েছে?

স্বাস্থ্যবিধি মেনে কিছু আসন ফাঁকা রেখে দর্শককে নাটক দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল। প্রথম দিন থেকেই দেখেছি, নির্দিষ্ট আসনগুলোর কোনোটি ফাঁকা নেই। এর বেশি আর কী প্রত্যাশা করা যায়। মানুষ আবার নাটক দেখতে আসছে- এটা দেখার নতুন প্রযোজনা নিয়ে আরও আশাবাদী হয়ে উঠেছি।


যে প্রত্যাশা নিয়ে নতুন নাটকের প্রযোজনা, তা কতটুকু পূরণ হয়েছে বলে মনে করেন?

এ নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। আরও সময় যাক, দর্শক প্রতিক্রিয়া জানার সুযোগ হোক, তারপর বলা যাবে।


আবার কবে নাটকের শো হবে?


আগামী ২০ ও ২১ নভেম্বর নাটকের আরও দুটি শো হবে। এখন তারই প্রস্তুতি নিচ্ছি।


এ সময়ের অন্যান্য অভিনেতার চেয়ে আপনাকে ধারাবাহিক নাটকে বেশি দেখা যায়। সিনেমাতেও কাজ করছেন। এরপরও মঞ্চের জন্য সময় বের করেন কীভাবে?

কেউ যদি মঞ্চের জন্য নিবেদিত থাকেন, তাহলে সময় বের করা কঠিন বলে মনে করি না। পেশার কারণে টিভি নাটক ও সিনেমায় অভিনয় করি ঠিকই, কিন্তু মঞ্চের জন্য আলাদা করে সময় হাতে রাখি। নৈতিক দায়বদ্ধতা থেকেই এটা করি।


এখন নতুন আর কী কাজ নিয়ে ব্যস্ত আছেন?


টিভি নাটকের কাজ তো চলছেই। এর বাইরে 'সাইকো', 'আকবর'সহ কিছু সিনেমার কাজ আছে। মঞ্চের জন্য হাতে আলাদা করে সময় রেখেছি। সব মিলিয়ে যা কিছু করছি, তা রুটিন মেনেই করা হচ্ছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com