স্ত্রী-সন্তানকে নিয়ে বিষ খেলেন ঋণগ্রস্ত যুবক

প্রকাশ: ১১ নভেম্বর ২০ । ১৭:৩৫ | আপডেট: ১১ নভেম্বর ২০ । ২০:৪৪

বগুড়া ব্যুরো

প্রতীকী ছবি

বগুড়ায় স্ত্রী ও পাঁচবছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে বিষ খেয়েছেন মহিদুল ইসলাম দিনু নামে ঋণগ্রস্ত এক যুবক। এরমধ্যে তার স্ত্রী বুলবুলি বেগমের (২০) মৃত্যু হয়েছে। মহিদুল ও তার মেয়ে মেঘনা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার রাতে তারা তিনজন মিলে বিষ খান বলে জানা গেছে। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে বুধবার বিকেলে মৃত্যু হয় বুলবুলির। বাবা-মেয়ের অবস্থাও ভালো নয়। শিশুটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে।

জানা গেছে, এনজিও থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে পারছিল না পরিবারটি। কিস্তির চাপ সইতে না পেরে তারা অবশেষে বিষ খেয়েছেন।

বগুড়া সদরের গোকুল নওদাবগা এলাকায় মহিদুলের বাড়ি। শ্রমিকের কাজ করতেন। ঋণ নিয়ে মুদি দোকান দিয়েছিলেন। কিন্তু দোকান ঠিকমতো না চলায় সেই ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছিল না তার।

মহিদুলের মা মর্জিনা বেগম বলেন, চার-পাঁচটা এনজিও থেকে ঋণ নিয়েছিল মহিদুল। কিন্তু পরিশোধ করতে পারছিল না। এনজিওর লোকেরা কিস্তির জন্য চাপ দিচ্ছিলেন। এর জেরে মঙ্গলবার রাতে আত্মহত্যার জন্য ইঁদুর মারার বিষ খায় তারা।

বগুড়া মেডিকেল ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ মণ্ডল বলেন, একই পরিবারের তিনজন বিষ খেয়েছেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com