জগন্নাথ-সোহেলকে আমরা ভুলব না

প্রকাশ: ১৪ নভেম্বর ২০ । ১২:৫২

মহসিনুল হক

১৪ নভেম্বর। গভীর দুঃখ ভরা একটা দিন। বিচার বিভাগের দুই উজ্জ্বল নক্ষত্রকে এই দিনে হারিয়েছি আমরা। ২০০৫ সালের ১৪ নভেম্বর দুই সিনিয়র সহকারী জজ স্বর্গীয় জগন্নাথ পাঁড়ে ও শহীদ সোহেল আহমেদ ঝালকাঠি জেলায় উগ্র জঙ্গিবাদীদের বোমা হামলায় নিহত হন। জাতি দেখেছে সে সময়ের অসংখ্য বোমাবাজির ঘটনা। সেসব বোমা হামলায় মারা গেছেন উল্লেখযোগ্য মানুষ। মূলত তৎকালীন ক্ষমতাসীনরা জঙ্গি গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল তাই দেশের সর্বত্র তারা ব্যাপকভাবে বিস্তৃত হয়েছিল।

'বাংলাদেশ' নামক রাষ্ট্র এখন সুযোগ্য নেতৃত্বে সঠিক পথে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। এই গতিকে রোধ করতে নানামুখী চক্রান্ত অব্যাহত রয়েছে এবং থাকবে। সব চক্রান্ত রোধ করতে হলে কয়েকটি বিষয় নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।

প্রথম কথা হচ্ছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত 'বাংলাদেশ'-এর সংবিধানের মূল লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক চেতনার 'রাষ্ট্র' হবে এটি। ফলে 'বাংলাদেশ' নামক রাষ্ট্রের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জঙ্গিবাদ-নিপীড়নবাদের বিরুদ্ধে জাগরণ গড়ে তুলে সব সময় এটিকে চলমান রাখতে হবে।

দ্বিতীয়ত, শুধু জঙ্গিবাদীরা নয়; এদের সমার্থক নিপীড়নবাদীরাও বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে চায়। এদের কোনো দল নেই। তারা হিংসা বা নিপীড়ন বা দখলবাজির মাধ্যমে যে সমাজ গড়ে তুলতে চায় সেটি অব্যাহত থাকলে আমাদের মানবিক বোধ বিপন্ন হতে বাধ্য। বাংলাদেশকে একটি শক্তিশালী প্রগতিশীল-সুকুমারবৃত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জ্ঞান-বিজ্ঞানের চিন্তা ও চর্চার প্রচার এবং প্রসার ঘটিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে চেতনায় আলোকিত করতে হবে। নিপীড়নবাদ-জঙ্গিবাদের বিরুদ্ধে জয়ী হতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক সমাজ গড়ে তুলতে হবে। এটি না পারলে আমি বা আপনি নিরাপদ থাকব- এটি ভাবার কোনো কারণ দেখা যায় না।

তৃতীয়ত, আমরা চাই দেশের বর্তমান নেতৃত্বই মুক্তিযুদ্ধের আদর্শে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলুক। ১৪ নভেম্বর 'জগন্নাথ-সোহেল'-এর শহীদ দিবসে আমরা প্রত্যাশা করি ত্রিশ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের আগামীর বাংলাদেশ হবে সকল প্রকার নিপীড়নমুক্ত আধুনিক প্রগতিশীল মানবিক 'বাংলাদেশ'।



© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com