
হাইকোর্টে জামিন চাইতে গিয়ে পাঁচ আসামি কারাগারে
প্রকাশ: ১৭ নভেম্বর ২০ । ০১:৪৮
সমকাল প্রতিবেদক

ছবি: ফাইল
অর্থ পাচার মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ না করে ফের জামিনের আবেদন করায় পাঁচ আসামিকে পুলিশে সোপর্দ করেছেন হাইকোর্ট।বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
পরে সন্ধ্যায় শাহবাগ থানার মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। পাঁচ আসামি হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মোফাজ্জেল হোসেন মোল্লা, রাহাত হোসেন, আলাউদ্দিন মোল্লা, রমজান আলী এবং পটুয়াখালীর মো. সুমন।
রুটি মেকার ও ধূমপান সংক্রান্ত যন্ত্রপাতি আমদানির ঘোষণা দিয়ে এক কোটি ৩২ লাখ সিগারেট আমদানি করেন আসামিরা। এর মাধ্যমে দুই কোটি ৪৭ লাখ টাকার ওপরে অর্থ পাচার করেন তারা।
কাস্টম বিভাগ থেকে জালিয়াতির মাধ্যমে রাজস্ব পরিশোধ দেখিয়ে পণ্য খালাস করায় অর্থ পাচার ও ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় এ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ঢাকার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা নিতাই চন্দ্র মণ্ডল।
এ মামলায় হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে গত বছরের ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট তাদেরকে চার সপ্তাহের আগাম জামিন দেন। এই চার সপ্তাহের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। আসামিরা এ শর্ত না মেনে ফের হাইকোর্টের ভিন্ন একটি বেঞ্চে জামিনের জন্য আবেদন করেন। বিষয়টি আদালতের নজরে এলে তাৎক্ষণিক তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com