করোনাক্রান্ত নুসরাত ফারিয়া বললেন, আমি ঠিক আছি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০ । ১৬:৩০ | আপডেট: ১২ ডিসেম্বর ২০ । ১৭:১৪

বিনোদন প্রতিবেদক

নুসরাত ফারিয়া

করোনায় আক্রান্ত হচ্ছেন ঢাকার শোবিজ তারকারা। শনিবার প্রথমে খবর আসে চিত্রনায়ক আরিফিন শুভ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর চিত্রনায়িকা নুসরাত ফারিয়া করোনা আক্রান্ত বলে জানা যায়। 

তবে করোনায় আক্রান্ত হলেও ফারিয়ার শারীরিক অবস্থা ভালো আছে। কোন প্রকার দুর্বলতা কাজ করছে না বলেই সমকাল অনলাইনকে জানান তিনি। ফারিয়া বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

নুসরাত ফরিয়া বলেন, ''যদি কিন্তু তবুও' নামের ওয়েব ফিল্মের শুটিং চলাকালে শরীরে করোনার হালকা উপসর্গ বুঝতে পারি। তাই দ্রুত টেস্ট করি এবং ফল পজিটিভ আসে। বর্তমানে বাসায় সেলফ আইসোলেশনে আছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।''

‘যদি কিন্তু তবুও' ওয়েব ফিল্মের পরিচালক শিহাব শাহীনও করোনায় আক্রান্ত হয়েছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com