
মাদকবিরোধী যৌথ অভিযানে আগ্রহী মিয়ানমার: ডিএনসি মহাপরিচালক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০ । ০০:৪০
সমকাল প্রতিবেদক

ফাইল ছবি
মাদকবিরোধী যৌথ অভিযান নিয়ে মিয়ানমার আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক মোহাম্মদ আহসানুল
জব্বার। মাদক পাচার রোধে নাফ নদ ও বঙ্গোপসাগরে মাছ শিকারে থাকা বাংলাদেশ ও
মিয়ানমারের জেলেদের নাম-ঠিকানাসহ ডেটাবেজ প্রস্তুতেও সম্মত হয়েছে দেশটি।
মঙ্গলবার আহসানুল জব্বার রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির প্রধান
কার্যালয়ে এসব কথা বলেন।
ডিএনসি জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশ-মিয়ানমার মহাপরিচালক পর্যায়ের চতুর্থ
দ্বিপক্ষীয় বৈঠক অনলাইনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে ডিএনসির মহাপরিচালক
এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ১৮ জন অংশ
নেন। চলমান করোনা পরিস্থিতি ভালো হলে আগামী বছর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে
মিয়ানমারে।
ডিএনসির মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার বলেন, মিয়ানমার ইতোমধ্যে
রাখাইন, শান এবং মংডু রাজ্যে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য
উদ্ধারের কথা জানিয়েছে। ইয়াবা কারখানা ধ্বংস করার আশ্বাস দিয়েছে মিয়ানমার।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com