
আড়াইহাজারে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০ । ০৯:৩৫
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক আজহারুল হক লাভলুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তবে এখনও অভিযুক্ত ওই নেতাকে আটক করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী গৃহবধূ জানায়, তার স্বামী একজন পিকআপ ভ্যান চালক। গত বৃহস্পতিবার পিকআপ নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর লাভলু তার স্বামীর সঙ্গে দেখার করার জন্য তাদের বাড়িতে আসেন। এসময় ওই গৃহবধূ জানান তার স্বামী বাড়িতে নেই। এ সময় ঘরের ভিতর প্রবেশ করে লাভলু তাকে ধর্ষণের চেষ্টা করেন। তিনি চিৎকার দিলে মুখ চেপে ধরেন লাভলু। এ সময় কাউকে কিছু জানালে জীবন নাশের হুমকি দিয়ে লাভলু পালিয়ে যায়। বিষয়টি এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ধামাচাপর চেষ্টা করে ব্যার্থ হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় থানায় মামলা হয়।
এদিকে উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক আজহারুল হক লাভলু ধর্ষণের চেষ্টার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই গৃহবধুর স্বামীর সঙ্গে লেনদেন সংক্রান্ত ঝামেলা রয়েছে। টাকা চাওয়ার জন্যই তার বাড়ি যান তিনি। টাকা না দেওয়ার কৌশল হিসেবে তার বিরুদ্ধে এমন অপবাদ রটানো হচ্ছে।
এদিকে মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com