
কোটি টাকার ফুটবল জিমনেশিয়াম
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০ । ০৯:৩৭
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনের সামনে অবস্থিত মাঠে রশি দিয়ে মাপ দিচ্ছেন বাফুফের স্টাফরা। দাঁড়িয়ে দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করছেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। এমন দৃশ্য দেখে অনেকেই অবাক হয়েছেন।
কৌতূহলী মিডিয়া কর্মীরা এ ব্যাপারে জানতে চাইলে ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলেছেন, জিমনেশিয়ামের জন্য মাপ নিচ্ছেন তারা। স্বাধীনতার ৪৯ বছরের মধ্যে এই প্রথম একটি আধুনিক মানের জিম তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কোটি টাকার ফুটবল জিমনেশিয়ামের নকশাও অনুমোদন করা হয়েছে। সেই নকশা মঙ্গলবার সাংবাদিকদের দেখিয়েছেন সালাউদ্দিন।
আগামী কয়েক দিনের মধ্যে নির্বাহী সভায় জিম তৈরির চূড়ান্ত অনুমোদন হলে তিন মাসের মধ্যেই আধুনিক মানের একটা জিমনেশিয়ামের কাজ সম্পন্ন হবে বলে জানান বাফুফে সভাপতি, 'আমরা বাফুফে ভবনের সামনের মাঠে জিম করব। সব কিছু চূড়ান্ত। খুব শিগগির এখানে ফুটবলাররা জিম করতে পারবে। জিম করতে প্রায় এক কোটি টাকার মতো লাগবে। সেই অর্থসংস্থান হচ্ছে। কারিগরি দিকগুলোও দেখা হচ্ছে। কিছু দিনের মধ্যেই বোর্ডসভায় উত্থাপন করব। বোর্ডসভায় উত্থাপনের তিন মাসের মধ্যে পরিপূর্ণ একটি জিম হবে।'
আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছিল বাফুফের কার্যালয়। ফিফা গোল প্রজেক্টের আওতায় ২০০৫ সালে বাফুফে মতিঝিলে প্রায় এক একর জায়গার ওপর তিনতলা বিশিষ্ট একটি ভবন পায়। বাফুফে ভবনের নকশায় নিচতলায় স্টোর রুম ও জিম ছিল। কিন্তু বাফুফে সভাপতি বাফুফে ভবনের সামনের মাঠের কিছু অংশে জিম করতে চান, 'আমরা ভবনের নিচে পরিকল্পনা করছি না। মূল ভবনে যাতে কোনো চাপ না পড়ে। মাঠের প্রায় অর্ধেক অংশ জুড়ে থাকবে জিম। এক তলাই হবে জিম। সব আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com