
উইন্ডিজ দল আসছে ১০ জানুয়ারি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০ । ০০:০০ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০ । ১৩:২৫ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

ছবি: ফাইল
ওয়েস্ট ইন্ডিজ থেকে সবুজ সংকেতের জন্য অনেক কিছুই আটকে ছিল। খেলা সম্প্রচার, টিম স্পন্সর ও সিরিজের টাইটেল স্পন্সরের জন্য বিজ্ঞাপন দিতে পারছিল না বিসিবি। মঙ্গলবার ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণার মধ্য দিয়ে সে জটিলতা কেটে গেছে।
স্বাগতিক বাংলাদেশ দলের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে ১০ জানুয়ারি ঢাকায় আসছেন জেসন হোল্ডাররা। করোনাকালে ঘরোয়া ক্রিকেট যথেষ্ট খেলা হলেও বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে উন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে। হোল্ডারদের বিপক্ষে এফটিপি অনুযায়ী আরও বেশি খেলা ছিল। তিন ম্যাচ টি২০ সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে বিশ্বকাপের আগে। সফর ছোট করতে গিয়ে টেস্ট সিরিজ থেকে ছেঁটে ফেলা হয়েছে একটি ম্যাচ।
কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা থাকায় দুই সংস্করণে খেলার জন্যও ৩৪ দিন থাকতে হবে ক্যারিবীয়দের। কোয়ারেন্টাইন সাত দিন হলেও চতুর্থ দিন থেকেই মাঠে যেতে পারবে উইন্ডিজ। এ জন্য ঢাকায় পৌঁছে তিনবার কভিড টেস্টে নেগেটিভ হতে হবে সফরকারী ক্রিকেটারদের। প্রথম সাত দিন অনুশীলন নেটে স্বাগতিক বোলার নিতে পারবে না তারা।
কোয়ারেন্টাইন শেষে ১৮ জানুয়ারি বিকেএসপিতে ৫০ ওভারের অনুশীলন ম্যাচ খেলবে তারা। ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই ওয়ানডে খেলে চট্টগ্রাম যাবে দুই দল। ২৫ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে। টেস্টের আগে এমএ আজিজ স্টেডিয়ামে চার দিনের গা গরমের ম্যাচ খেলবে স্বাগতিক একাদশের বিপক্ষে। ৩ থেকে ৭ ফেব্রুয়ারি জহুর আহমেদে হবে প্রথম টেস্ট।
মিরপুরে দ্বিতীয় টেস্ট খেলবে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি। উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য টাইগারদের প্রস্তুতি শুরু হবে ৬ বা ৭ জানুয়ারি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, নতুন বছরেই দল ঘোষণা করতে চান তারা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com