
রাজবাড়ী সুহৃদ সমাবেশের উদ্যোগ 'রক্তে আঁকা বিজয়'
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০ । ১৭:৪৯
রাজবাড়ী প্রতিনিধি

বিজয়ীর হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার- সমকাল
'অনেক ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় আমাদের বিজয়। অনেক রক্ত, বহু মানুষের প্রাণের বিনিময়ে আজকের স্বাধীনতা। আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা করবই করবো।'
মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী সুহৃদ সমাবেশের উদ্যোগে ‘রক্তে আঁকা বিজয়’ বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় নতুন প্রজন্মের সুহৃদদের কণ্ঠে উঠে এসেছে এসব কথা; যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার শপথ নিয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে সমকালের রাজবাড়ী জেলা প্রতিনিধির কার্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় ফারিয়া রোজা প্রথম, জয় চক্রবর্তী দ্বিতীয় এবং কাজী তামান্না তৃতীয় স্থান অধিকার করেন। পুরস্কার হিসেবে তাদের হাতে বই তুলে দেন প্রতিযোগিতার বিচারক ও রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা কবি খোকন মাহমুদ, সহ সভাপতি নেহাল আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির খান।
প্রতিযোগিতায় আরও অংশ নেন খাদিজা খাতুন, নুর এশরাত এশা, রবিউল রবি, রিমন হোসেন, প্রিতম দাস ও সুমনা আক্তার। যাদের সবাইকে সান্ত¡না পুরষ্কার দেওয়া হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমকালের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন।
এর আগে রাজবাড়ী রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com