মেসির সঙ্গে চুক্তিই সবার আগে: লার্পোতা

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০ । ১৮:১৪

অনলাইন ডেস্ক

বার্সার সাবেক প্রেসিডেন্ট লার্পোতার সঙ্গে মেসি। ছবি: ফাইল

চলতি মৌসুম শেষেই ফ্রিতে ক্লাব ছাড়তে পারবেন লিওনেল মেসি। বার্সার সঙ্গে তার চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত। এছাড়া জানুয়ারির শীতকালীন দলবদলের মৌসুমে তথা ১ জানুয়ারি থেকে দল-বদলের ব্যাপারে আলোচনা শুরু করতে পারবেন মেসি।

আগামী ২৪ জানুয়ারি তাই বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের আগেই মেসি ম্যানচেস্টার সিটি কিংবা পিএসজির মতো ক্লাবের সঙ্গে চুক্তি করে ফেলবেন কিনা বলা মুশকিল। তবে বার্সার প্রেসিডেন্ট প্রার্থী জোয়ান লার্পোতা বলেছেন, তিনি বার্সার প্রেসিডেন্ট হলে তার প্রশাসন সবার আগে মেসির সঙ্গে নতুন চুক্তির বিষয়টি সেরে ফেলবে।

কাতালানদের ইতিহাস সেরা ফুটবলার মেসিকে ক্লাবে ধরে রাখতে লাপোর্তা এবং তার প্রশাসন সকল দক্ষতা ও কৌশল প্রয়োগ করবেন বলেও রেডিও মার্কাকে বলেছেন তিনি, 'আমরা মেসিকে ক্লাবে ধরে রাখতে সকল দক্ষতা প্রয়োগ করবো। রিয়ালের ক্রিস্টিয়ানো রোনালদোকে বিক্রি করে দেওয়ার ঘটনাটা ভিন্ন বিষয়। মেসির বিষয়টি সম্পর্ণ আলাদা। কিংবদন্তি পেলের মতো এক ক্লাবে ক্যারিয়ার শেষ করা খুব কম ফুটবলারদের একজন মেসি।'

লাপোর্তা জানিয়েছেন, মেসি শুধু অর্থের দিকে নজর রাখার মতো ফুটবলার না। মেসি বার্সাকে ভালোবাসে। লার্পোতার সঙ্গে তার সম্পর্ক ভালো। নতুন প্রেসিডেন্টের দেওয়া প্রস্তাব নিশ্চয় মেসি গ্রহণ করবেন। এখন তাই মেসির সঙ্গে আলাপে বসার পালা। তার জন্য প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার অপেক্ষায় আছেন বলে উল্লেখ করেছেন লার্পোতা।

এর আগে সাত বছর বার্সেলোনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন জোয়ান লার্পোতা। তার সময়েই পেপ গার্দিওয়ালা বার্সার কোচ হিসেবে নিয়োগ পান। কাতালানদের হয়ে কোচ হিসেবে অসাধারণ সময় পার করেছেন পেপ। সেরা কোচের প্রশ্নে তাই জিনেদিন জিদান এবং পেপ গার্দিওয়ালার মধ্যে লার্পোতা বেছে নিয়েছেন বর্তমান ম্যানসিটি কোচ পেপকেই।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com