অভিবাসী পছন্দ করে না পূর্ব ইউরোপের দেশগুলো!

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০ । ১৮:৫৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০ । ১৯:২০

রাকিব হাসান রাফি, স্লোভেনিয়া

ছবি: সংগৃহীত

সময়ের সঙ্গে সঙ্গে অভিবাসীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রবল আকার ধারণ করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা গ্যালাপ এক প্রতিবেদনে সম্প্রতি এমন দাবি করেছে। প্রতিবেদনটিতে পূর্ব ইউরোপ বিশেষ করে দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলকে সবচেয়ে বেশি অভিবাসী অসহিষ্ণু অঞ্চল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

২০১৬ সাল থেকেই সংস্থাটি বিশ্বের ১৪০টি দেশের নাগরিকদের ওপর গবেষণা করে এ জরিপ তৈরি করে আসছে। জরিপে অংশ নেওয়া প্রত্যেক দেশের নাগরিককে তিনটি সাধারণ প্রশ্ন করা হয়। অভিবাসী সম্পর্কে তাদের প্রত্যেকের সাধারণ দৃষ্টিভঙ্গি, প্রতিবেশী হিসেবে তাদের কাছে একজন অভিবাসীর গ্রহণযোগ্যতা এবং অভিবাসী কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে কিংবা অন্য কোনো ধরনের সম্পর্কে আবদ্ধ হওয়ার আগ্রহ। এ তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে এ জরিপ করে করে গ্যালাপ।

বলকান দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক অঞ্চল হিসেবে পরিচিত। এশিয়া এবং ইউরোপের যোগসূত্রে অবস্থান হওয়ায় অঞ্চলটিকে ইউরোপের প্রবেশদ্বার বলা হয়।

জরিপ অনুযায়ী, বলকান রাষ্ট্র মেসিডোনিয়াকে সর্বাপেক্ষা অসহিষ্ণু অভিবাসী দেশ। মাইগ্রেশন অ্যাকসেপ্টেন্স ইনডেক্স অনুযায়ী মেসিডোনিয়াকে নয়ের মধ্যে ১.৪৮ স্কোর দেওয়া হয়েছে। এ তালিকায় মেসিডোনিয়ার পরই রয়েছে সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি ও মন্টিনিগ্রো। এসব দেশের প্রত্যেকটিই পূর্ব ইউরোপের।

অন্যদিকে বরাবরের মতো এবারও বিশ্বে সবচেয়ে অভিবাসন বান্ধব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে কানাডা। মাইগ্রেশন অ্যাকসেপ্টেন্স ইনডেক্স অনুযায়ী নয়ের মধ্যে কানাডার স্কোর ৮.৪৬।

তুরস্ক, থাইল্যান্ড এবং বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা এ তিনটি দেশ নতুন করে এ তালিকায় যুক্ত হয়েছে। যারা মাইগ্রেশন অ্যাকসেপ্টেন্স ইনডেক্সে নিচের দিকে জায়গা পেয়েছে। বর্তমানে তুরস্কে বসবাসরত শরণার্থী ও অভিবাসীর সংখ্যা সবমিলে প্রায় ৪০ লাখের মতো। শতকরা হিসেবে লেবানন এবং জর্ডানের পর সবচেয়ে বেশি শরণার্থী তুরস্কে। তারপরেও মাইগ্রেশন অ্যাকসেপ্টেন্স ইনডেক্সে তুরস্কের স্কোর ২.৫৩।

তবে পূর্ব ইউরোপের আরেক দেশ পোল্যান্ডে সাম্প্রতিক সময়ে অভিবাসীদের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির কিছুটা ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। মাইগ্রেশন অ্যাকসেপ্টেন্স ইনডেক্স অনুযায়ী গত বছর পোল্যান্ডের স্কোর ছিল ৩.৩১। এ বছর পোল্যান্ডের স্কোর দাঁড়িয়েছে ৪.২১।

সবচেয়ে আশ্চর্যের বিষয় বিগত চার বছরে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া এবং মলদোভাতে অভিবাসী সম্পর্কে সাধারণ মানুষের মধ্যাকার চিন্তাধারার বিস্ময়কর পরিবর্তন লক্ষ্য করা গেছে। দেশ দুইটির সাধারণ মানুষ মনে করছেন তুরস্ক, আজারবাইজান, উজবেকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শ্রমিকদের কারণে সেখানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এ কারণে দেশ দুটিতে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com