লিভারপুলের জয়, ক্লপ-মরিনহোর কথার লড়াই

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০ । ১৪:২৮ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০ । ১৪:২৯

অনলাইন ডেস্ক

ম্যাচের শেষ সময়ে ফিরমিনো জয়সূচক গোল করায় তাকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি: টুইটার

প্রিমিয়ার লিগে চলছে বড় ম্যাচের সপ্তাহ। বুধবার রাতে তেমনই এক বড় ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে টটেনহ্যামকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। গোল খরায় থাকা অলরেডস স্ট্রাইকার রর্বাতো ফিরমিনো ম্যাচের ৯০ মিনিটে গোল করে দলকে জয় এনে দিয়েছেন।

তার আগে ম্যাচের ২৬ মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে নেন রেডসদের মিশরিয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। ৩১ মিনিটে আবার এশিয়ার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা সন হিউয়েন মিন গোল করে স্পার্সদের সমতায় ফেরান।

ম্যাচের ৯০ মিনিটে গোল করে দলকে ২-১ গোলে জেতান লিভারপুল। ছবি: গোল

বাকি সময়টা চলেছে দুই দলের দুর্দান্ত লড়াই। শেষ পর্যন্ত জয়সূচক গোলটি করে হোসে মরিনহোর দল টটেনহ্যামকে হটিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিয়েছে লিভারপুল। তবে ওই জয়-পরাজয়ে শেষ হয়নি ম্যাচের রেশ। লিভারপুল কোচ জার্গেন ক্লপ ও টটেনহ্যাম কোচ মরিনহো মেতেছেন কথার লড়াইয়ে। তাতে যোগ দিয়েছেন ফুটবলারও।

মরিনহো বলেছেন, 'আমি তাকে (ক্লপ) বলেছি, সেরা দল ম্যাচটা হেরেছে। তিনি আমার সঙ্গে একমত হননি। এটা তার ব্যাপার। তবে টাচলাইনে দাঁড়িয়ে তার মতো আচরণ করলে আমাকে ডাগআউট থেকে বের করে দেওয়া হতো। ম্যাচটা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ছিল। হার আমাদের প্রাপ্য নয়। তবে এটাই ফুটবল। আমরা চ্যাম্পিয়নদের মাঠে নিজেদের সেরাটা খেলেছি এবং আমাদের জয়ের বড় সম্ভাবনা ছিল।'

ম্যাচ শেষে রেডস কোচ ক্লপ এবং স্পার্স কোচ মরিনহোর সৌজন্য বিনিয়ম। ছবি: গোল 

টটেনহ্যাম মাঠের সেরা দল ছিল সেটা আবার মানতে নারাজ অলরেডসদের জার্মান কোচ জার্গেন ক্লপ। তার মতে, সন মিন যে গোলটা করেছেন, সেটা তার চোখে অফসাইড। ভিএআরে হয়তো বিষয়টি ২০বার দেখা হয়েছে। কিন্তু আমি যখনই দেখছি, অফ সাইট মনে হচ্ছে। আমি কাউকে দোষ দিচ্ছি না। টটেনহ্যামকে হারানোর সেরা উপায় হলো, সবসময় বলটা পায়ে রাখা। কাউন্টার অ্যাটাকের দৈত্যদের বিপক্ষে অসাধারণ এক ম্যাচ খেলেছি আমরা। বলটা সবসময়ই আমাদের নিয়ন্ত্রণে ছিল।'

সেরা দল হেরেছে মন্তব্যের খোঁচা দিয়ে লিভারপুল ফুল ব্যাক আলেক্সজান্ডার অরন্যান্ড টুইট করেছেন, 'সেরা দল জিতেছে।' সঙ্গে দিয়েছেন দলের উদযাপনের ছবি। ম্যাচে লিভারপুল ৮১৩টি পাস দিয়েছে। স্পার্সরা সফল পাস দিতে পেরেছে ২৫৪টি। ম্যাচের তৃতীয় ধাপে রেডসরা ২০০ সফল পাস দিয়েছে। যেখানে টটেনহ্যাম দিতে পেরেছে মাত্র ১৯টি পাস। ম্যাচ শেষে মরিনহোকে সেই পরিসংখ্যান তুলে ধরেও খোঁচা দিয়েছেন ক্লপ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com