পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০ । ১০:০৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০ । ১০:০৯

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে- সমকাল

শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তাপমাত্রা আরও ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। 

মঙ্গলবার সকালে সর্বনিম্ন ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস।

পাঁচ দিন ধরে টানা শৈত্যপ্রবাহে জনজীবনে দূর্ভোগ দেখা দিয়েছে। এতে করে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন আয় কমে গেছে। মঙ্গলবার সকালেও ঘনকুয়াশায় ঢেকে ছিল আকাশ। তবে সকাল ৯ টার পর সূর্যের আলো ছড়িয়ে পরে। কিন্তু উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে। 

ঠান্ডার কারণে বেশি দূর্ভোগে পরেছেন রিক্সাভ্যান চালক, কৃষি শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষেরা।




© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com