
কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মুত্যু
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০ । ১১:১৪ | আপডেট: ২২ ডিসেম্বর ২০ । ১১:২৭
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে কলমাকান্দা থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
জীবন উপজেলার নাজিরপুর ইউনিয়নে গনিয়ারগাঁও গ্রামের কৃষক সোলায়মান মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে কৃষিকাজে ব্যবহৃত নিজেদের পাম্প চালানোর জন্য সেখানে যায় জীবন। বাড়িতে আসতে দেরি হওয়ায় নিহতের মামা রিপন মিয়া পাম্পের কাছে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইকরামুল হক জানান, হাসপাতালে আসার আগেই জীবনের মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় মঙ্গলবার সকালে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com