সৌন্দর্য ধরে রাখতে যা করলেন ম্যাডোনা

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০ । ১২:৫১ | আপডেট: ২২ ডিসেম্বর ২০ । ১৯:৪৪

বিনোদন ডেস্ক

ছবি: ইনস্টাগ্রাম

জনপ্রিয় মার্কিন গায়িকা ম্যাডোনা। ৬২ বছর বয়সেই তিনি তার সৌন্দর্য ধরে রেখেছেন। এবার নিজের পশ্চাদভাগে অস্ত্রোপচার করে আলোচনায় এসেছেন তিনি।

জিনিউজের প্রতিবেদন জানায়, সম্প্রতি নিজেকে আরও সুন্দর করতে নিজের পশ্চাদভাগে অস্ত্রোপচার করিয়েছেন খ্যাতনামা এই মার্কিন পপ গায়িকা। 

ছবিতে গায়িকাকে  বিকিনি স্টাইলে ক্রপ টপ পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে কালো শর্টস। যাতে তার পশ্চাদভাগে  অস্ত্রোপচারের দাগ স্পষ্ট বোঝা দেখা যাচ্ছে। সঙ্গে উরুর উপরে বৃত্তাকার চিহ্নও ধরা পড়েছে। যেগুলি কাপ থেরাপি নেওয়ার কারণে হয়েছে। ছবির উপরে ম্যাডোনা হ্যাশট্যাগে দিয়েছেন, #(সুস্থ হয়ে উঠছি), #(কাপিং) #(সুন্দর দাগ)।

সংগীতে প্রায় চার দশকের ক্যারিয়ার পপতারকা ম্যাডোনার। তার ‘লাইক আ ভার্জিন’ ও ‘ভোগ’ গানগুলোর মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com